Jio কে টেক্কা দিতে তৈরি Airtel, প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করল Google

গত বছরের শেষে রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর থেকে সেই খবরেই এতদিন গোটা দেশ সরগরম ছিল, তবে এবার দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে আবারও এক ধামাকাদার ঘটনা ঘটল। সম্প্রতি গুগল (Google)-এর সঙ্গে পার্টনারশিপের কথা ঘোষণা করেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল (Bharti Airtel)। এই অংশীদারিত্বে, Google তার গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড থেকে Airtel-এ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। জানা গেছে যে, Google আপাতত ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে Airtel-এর ১.২৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। দুই সংস্থার মধ্যে বেশ কয়েক বছরের চুক্তি হয়েছে, যার আওতায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।

গুগল-এর তরফে এয়ারটেল-এ এই বিরাট বিনিয়োগের মূল কারণ হল ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সুসমৃদ্ধ ও প্রসারিত করা। এই বিনিয়োগের ফলে দুই সংস্থার মধ্যে বাণিজ্যিক চুক্তিও হয়েছে। গুগল যে বিনিয়োগ করেছে তার মধ্যে ৭০০ মিলিয়ন ডলার ভারতী এয়ারটেল-এর ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়েছে, এবং ৩০০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি হয়েছে বলে জানা গেছে।

টেলিকম অপারেটর এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে, এই নতুন পার্টনারশিপের ফলে গ্রাহক ও সংস্থার মধ্যে মেলবন্ধন আরও জোরদার ও সহজ হবে। এর পাশাপাশি ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও উন্নত করে, যাতে মোবাইল সার্ভিসকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য চেষ্টা করা হবে। দেশে ডিজিটাল বিপ্লব আনার ক্ষেত্রে একাধিক কার্যকর পদক্ষেপ নেবে দুটি সংস্থাই।

গুগল বিনিয়োগ করার খবর ছড়ানোর পর থেকেই এয়ারটেলের শেয়ারের দর ১.৯৫ শতাংশ বেড়ে এক লাফে ৭২১ টাকায় পৌঁছে গিয়েছে। এয়ারটেলে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে, গুগল প্রতি শেয়ারে ৭৩৪ টাকার ভিত্তিতে এয়ারটেলের কাছ থেকে ৭১,১৭৬,৮৩৯ টি ইক্যুইটি শেয়ার কিনে নেবে। ফলে সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় এয়ারটেলকে প্রায় ৫,২২৪.৩৮ কোটি টাকা (৭০০ মিলিয়ন ডলার) দেবে গুগল।

স্পষ্টতই ভারতের টেলিকম জগতে আরও ভালোভাবে জাঁকিয়ে বসতে এই অংশীদারিত্ব বিশেষভাবে সাহায্য করবে Airtel-কে। আমরা সকলেই জানি যে, এর আগে Jio-র সাথে হাত মিলিয়ে ভারতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এনে দেশে রীতিমতো এক বিপ্লবের সঞ্চার করেছিল Google। সম্প্রতি মার্কিন টেক জায়েন্টটির এই বিনিয়োগ সুনীল মেহতার নেতৃত্বাধীন Bharti Airtel-কে তাদের ব্যবসায়িক পরিধিকে আরও প্রসারিত করার পাশাপাশি 5G রোলআউটকে কেন্দ্র করে Reliance Jio-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর সুযোগ করে দেবে। টানা বিগত কয়েক বছর ধরে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানির মুকুটটি দখল করে রেখেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানিটি, এবার নতুন এই অংশীদারিত্বের ফলে Airtel-এর ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে তা একমাত্র সময়ই বলতে পারবে।