কয়েক মিনিটে iPhone থেকে ফাইল ট্রান্সফার হবে Windows PC-তে, জেনে নিন পদ্ধতি

স্মার্টফোন হোক বা ট্যাবলেট–ল্যাপটপ, Apple (অ্যাপল)-এর ডিভাইস সবসময়ই অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসের থেকে আলাদা। এই কারণে সাধারণ Android (অ্যান্ড্রয়েড) ফোন থেকে iPhone (আইফোন)-এ সুইচ করলে (ব্যবহার শুরু করলে) ইউজারদের খানিকটা অস্বস্তির মুখে পড়তে হয়। সমস্যা হয় Microsoft (মাইক্রোসফ্ট)-এর মত ভিন্ন কোম্পানির ওএস চালিত ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও। আসলে সবাই যে একই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন তা নয়। এদিকে Apple বা Microsoft – কেউই উভয় ব্র্যান্ডের ডিভাইসের মধ্যে কোনো ধরণের সামঞ্জস্য সাধনের সুবিধা দেয়না। ফলে ইউজাররা এই দুই প্রখ্যাত টেক ব্র্যান্ডের ফোন ও ল্যাপটপের মধ্যে ফাইল ট্রান্সফার বা আদান-প্রদান করতে গিয়ে ঝামেলায় পড়েন। সেক্ষেত্রে আপনিও যদি এই মুহূর্তে iPhone থেকে Windows (উইন্ডোজ) পিসিতে ফাইল বা ফটো ট্রান্সফারের উপায় খোঁজেন, তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন।

আসলে আজ আমরা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার মত এই বিষয়টিরও সমাধান নিয়ে হাজির হয়েছি। এক্ষেত্রে আমাদের বলা সহজ পদ্ধতি অনুসরণ করলেই, আপনার আইফোন থেকে উইন্ডোজের ফটো শেয়ার করা যাবে মাত্র কয়েক মিনিটেই। তো চলুন, এখন এই উপায় সম্পর্কে ধাপে জেনে নিই…

এভাবে iPhone থেকে Windows পিসিতে ফটো ট্রান্সফার করা যাবে

১. প্রথমেই ইউএসবি (USB) কেবল ব্যবহার করে আপনার আইফোনটিকে উইন্ডোজ ল্যাপটপের সাথে সংযুক্ত করুন।

২. এবার আপনার আইফোন অন করুন এবং স্ক্রিনটি আনলক করুন। মনে রাখবেন স্ক্রিনটি লক থাকলে ল্যাপটপে আইফোনটি ডিটেক্ট হবে না।

৩. পিসির ‘স্টার্ট’ (Start) বাটনে ক্লিক করুন।

৪. ফটোজ্ (Photos) অ্যাপ্লিকেশন খুলুন।

৫. এখান থেকে ‘এক্সপোর্ট’ (Export) বাটনটি সিলেক্ট করুন এবং ঠিকমত ইউএসবি ডিভাইস অপশনটি বেছে নিন।

৬. গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে স্ক্রিনে আসার নোটিফিকেশনের নির্দেশ অনুসরণ করুন।

উল্লেখ্য, এই পদ্ধতিতে আপনি ফটোর পাশাপাশি যেকোনো ফাইল সিলেক্ট করে তা পিসিতে ট্রান্সফার করতে পারবেন। একইসাথে কোন ফোল্ডারে ফাইলগুলি রাখা হবে, সেই অপশন বেছে নেওয়ার সুবিধাও পাওয়া যাবে।