Nothing-এর সবচেয়ে সস্তা স্মার্টফোন ভারতে হাজির, কম দামেই ঝাক্কাস লুকস আর ফিচার্স

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নাথিং অবশেষে তাদের তৃতীয় এবং প্রথম বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন বাজারে এনেছে। নয়া মিড-রেঞ্জ ফোনটির নাম Nothing Phone (2a)। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলগুলির থেকে কিছুটা আলাদা, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে। তবে, দাম কম হলেও Nothing Phone (2a) কিছু প্রিমিয়াম কোর স্পেসিফিকেশন অফার করে। এতে রয়েছে ওলেড ডিসপ্লে, MediaTek Dimensity 7200 Pro প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি। নাথিং তাদের নতুন ফোনেও সিগনেচার গ্লাইফ (Glyph) এলইডি লাইট বজায় রেখেছে। আসুন নবাগত Nothing Phone (2a)-এর দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Nothing Phone (2a)-এর দাম এবং লভ্যতা

নাথিং ফোন (২এ) সাদা এবং কালো রঙে এসেছে। ভারতের বাজারে এটির বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। মিড-টিয়ার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ২৭,৯৯৯ টাকা। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা দামের ওপর ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷ ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে আগামী ১২ মার্চ নাথিং ফোন (২এ)-এর প্রথম সেল শুরু হবে।

Nothing Phone (2a)-এর স্পেসিফিকেশন এবং ফিচার

নাথিং ফোন (২এ) হল বক্সি ফর্ম ফ্যাক্টর সহ একটি কমপ্যাক্ট ডিভাইস। এটি ব্র্যান্ডের ট্রান্সপারেন্ট ডিজাইন ধরে রেখেছে, যার মধ্যে দিয়ে স্ক্রু এবং রাবারের ওয়্যারের মতো অভ্যন্তরীণ উপাদানগুলি দেখা যায়। ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার আইল্যান্ডের মধ্যে দুটি অনুভূমিক ক্যামেরা রয়েছে। এটি তিনটি গ্লাইফ এলইডি স্ট্রিপ দ্বারা বেষ্টিত। ফোনটি আইপি৫৪ (IP54)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস অফার করে।

Nothing Phone (2a)-এর সামনে ৬.৭ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ অফার করে। স্ক্রিনটি স্লিম বেজেল দ্বারা বেষ্টিত এবং সেলফি ক্যামেরার জন্য এর ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য ডিসপ্লেতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone (2a)-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এনেবল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। Nothing Phone (2a)-তে আলট্রাএক্সডিআর, মোশন ক্যাপচার, নাইট মোড, অ্যাকশন মোড এবং পোর্ট্রেট অপ্টিমাইজারের মতো একাধিক ফটোগ্রাফি ফিচার রয়েছে, যা ফটোগ্রাফির মান আরও উন্নত করতে সাহায্য করবে।

পারফরম্যান্সের জন্য, Nothing Phone (2a)-তে MediaTek Dimensity 7200 Pro প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। চিপটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে নাথিং ওএস ২.৫ (Nothing OS 2.5) কাস্টম স্কিনে চলে। কোম্পানি নিশ্চিত করেছে যে, Nothing Phone (2a) তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের জন্য সিকিউরিটি প্যাচ গ্রহণ করবে। নাথিং এই নয়া ফোনটি ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল ৫জি এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)- এর মতো কানেক্টিভিটি অপশনগুলি সাপোর্ট করে।