IRCTC Tatkal Ticket: তৎকাল টিকিট বুক কীভাবে করবেন, নিশ্চিত তৎকাল টিকিট কাটার পদ্ধতি

How to book Tatkal railway tickets online: ভারতীয় রেল (Indian Railways) পরিষেবায় কনফার্ম টিকিট পাওয়া এখন খুবই কঠিন। বিশেষ করে যখন আমরা হঠাৎ ছুটি কাটাতে যেতে চাই বা জরুরি অবস্থায় কোথাও যেতে হয়, তখন কনফার্ম টিকিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে এই অসুবিধা থেকে মুক্তি দিতে আইআরসিটিসি তৎকাল টিকিটের (IRCTC Tatkal Ticket) ব্যবস্থা করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে, যাত্রার কিছু সময় আগে এই টিকিট বুক করা যায়। আজ্ঞে হ্যাঁ! ভ্রমণের একদিন আগে আইআরসিটিসির তৎকাল টিকিট বুক করা যায়।

তবে মনে রাখতে হবে যে, সকাল ১০টা থেকে IRCTC -র ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এসি টিকিট এবং সকাল ১১টা থেকে স্লিপার ক্লাসের টিকিট বুক করা যায়। এই প্রতিবেদনে আমরা IRCTC -র ওয়েবসাইট থেকে কীভাবে তৎকাল টিকিট (Tatkal Ticket Online) কাটা যাবে সে সম্পর্কে জানাবো।

How to book a tatkal ticket on IRCTC (আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট কীভাবে বুক করবেন)

তৎকাল টিকিট পাওয়ার সবচেয়ে সহজ উপায় আইআরসিটিসি-র ওয়েবসাইট। আপনার যদি আইআরসিটিসি অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি ওয়েবসাইটের হোম পেজ থেকে সাইন আপ করতে পারেন।

• এবার তৎকাল টিকিট বুক করতে লগইন করে ‘Plan My Journey’ পেজে ক্লিক করুন এবং From Station’ ও ‘To Station’ অপশনে কোন স্টেশন থেকে কোথায় যেতে চান তা লিখুন

• এরপর ‘Journey Date’ অপশনে গিয়ে পরের দিনের তারিখ বেছে নিন ও ‘E-ticket’ অপশন চয়ন করুন এবং নীচে Submit বাটনে ক্লিক করুন। যারপর আপনার সামনে ট্রেনের তালিকা দেখাবে।

• এবার আপনি উপরে ‘Select Quota’ অপশন দেখতে পাবেন। এখানে Tatkal বিকল্প বেছে নিন।

• এখন আপনি যে ট্রেনে ভ্রমণ করতে চান তা বেছে নিয়ে টিকিটের প্রাপ্যতা দেখে নিন। তৎকাল টিকিট পাওয়া গেলে Book Now বাটনে ক্লিক করুন।

• এর পরে, আপনার সামনে একটি নতুন উইন্ডো উপস্থিত হবে, যাতে আপনি যাত্রীদের নাম, বয়স, জন্ম এবং অন্যান্য বিবরণের দিতে পারবেন। চাইলে ‘Consider for Auto Upgradation’-এও ক্লিক করতে পারেন। এর সাহায্যে, ট্রেন চার্ট প্রস্তুত হওয়ার পরে আপনার টিকিটগুলি স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড করা হতে পারে।

• সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে, ক্যাপচা কোডটি এন্টার করুন এবং তারপরে আপনি যে মোবাইল নম্বরে ট্রেনের টিকিটের বিস্তারিত পেতে চান সেটি লিখুন।

• এবার আপনার সুবিধা মতো পেমেন্ট অপশন সিলেক্ট করে তৎকার টিকিট বুক করুন।