বাজার থেকে 40% কম দামে টোটো, তিন সংস্থার জোট রোজগারের স্বপ্ন দেখাচ্ছে E-Rickshaw চালকদের

দিল্লির টোটো চালকদের জন্য সুখবর। এমনকি যারা ইলেকট্রিক রিকশা কিনবেন করে ভাবছেন তাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল রাজধানী স্থিত সংস্থা চার্জআপ (Chargeup)। যাহা বর্তমানে ভারতের বৃহত্তম ব্যাটারির সোয়াপিং নেটওয়ার্ক তৈরিতে হাত লাগিয়েছে। যেখান থেকে দুই ও তিন চাকার ব্যাটারি চালিত গাড়ি চার্জ করানো যাবে। পয়সালো ডিজিটাল (Paisalo Digital) এবং গোয়েঙ্কা ইলেকট্রিক মোটরস (Goenka Electric Motors)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। তাদের এই জোট দিল্লি এনসিআর অঞ্চল জুড়ে সস্তায় ই-রিকশা বিক্রি করবে। সেগুলি বাজারের অন্যান্য দোকানের তুলনায় ৪০% কম দামে পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

কোম্পানি সূত্রে খবর, এই ব্যাটারি চালিত রিকশার দাম ৯০,০০০ টাকা। তিনটি সংস্থার এই জোট দিল্লির ১০ হাজার টোটো চালকের ভাগ্য বদলে দেবে বলে আশা করা হচ্ছে। কারণ সংস্থার এই চার্জিং স্টেশন থেকে গ্রাহকরা ব্যাটারি সোয়াপিং পরিষেবা, ফাইন্যান্সিং এবং কম দামে টোটো কিনতে পারবেন। এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ৫০ জন ই-রিকশা চালক ইতিমধ্যেই লাভবান হয়েছেন বলে জানা গেছে। এই সংখ্যাটি আগামীতে আরও বাড়াতে চাইছে সংস্থা।

চার্জআপ জানিয়েছে, ১০% সুদের হারে ইলেকট্রিক রিকশা কিনতে পারবেন চালকরা। ধীরে ধীরে তাদের পরিষেবা ক্ষেত্র দেশের অন্যান্য শহরেও চালু করা হবে। অতিমারির টানা দু’বছর টোটো চালকদের জন্য একটি কঠিন সময় ছিল। ওই সময় টোটো কেনা এবং তা রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ চালকদের হাতে ছিল না। যেই কারণে চার্জআপ, পয়সালো ও গোয়েঙ্কা এগিয়ে এসেছে যাতে টোটো চালকরা নতুন ভাবে তাঁদের রুজি রোজগার শুরু করতে পারে।

এই প্রসঙ্গে চার্জআপে সহ প্রতিষ্ঠাতা বরুণ গোয়েঙ্কা বলেন, “চার্জআপ সহজ ব্যাটারি সোয়াপিং পরিষেবা দিয়ে ই-রিকশা চালকদের রেঞ্জের দুশ্চিন্তা দূর করতে সহায়তা করছে। আমরা চালকদের রোজগার সুনিশ্চিত করে জীবনধারণের মান উন্নত করতে এবং রেঞ্জ দ্বিগুণ বাড়িয়ে উপার্জন বৃদ্ধি করতে সাহায্য করেছি।” প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে সংস্থাটি চার্জআপ তাদের বিনিয়োগকারী সংস্থার থেকে ২৫ লক্ষ ডলার বা প্রায় ১৯ কোটি টাকা জোগাড় করতে পেরেছে। যেই অর্থ ভবিষ্যতে নতুন শহরে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে কাজে লাগবে।