লো ডাউনপেমেন্ট ও ক্যাশব্যাকের সাথে TVS Radeon কেনার সেরা সুযোগ

TVS ইতিমধ্যেই তার প্রত্যেকটি মডেলের ওপরই ফেস্টিভ অফারের ঘোষণা করে দিয়েছে। ফলে যারা এখন ফিচার সমৃদ্ধ এবং ভাল ডিজাইনের এন্ট্রি লেভেল কমিউটার বাইকের খোঁজ করছেন, তাদের জন্য TVS Radeon ভাল অপশান হতে পারে। এখন Radeon বাইক কিনতে চাইলে পাওয়া যাবে স্বল্প সুদের হার, সহজ মাসিক কিস্তি, ক্যাশব্যাক এবং লো ডাউন পেমেন্টের মতো অফার (শর্তাবলী প্রযোজ্য)। এই অফারটি কতদিন চলবে তা নিয়ে টিভিএস কিছু জানায়নি। তাই বলা যেতে পারে, অফারটি সীমিত সময়ের জন্য।

Radeon-এর সাথে TVS এখন ১,৯৯৯ টাকার ইএমআই স্কিম অফার করছে৷ সুদের হার ৬.৯৯ শতাংশ। সেইসঙ্গে ১৪,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করেই Radeon কেনা যাবে। এছাড়া নির্দিষ্ট ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জানিয়ে রাখি, এই অফারগুলি টিভিএসের নির্দিষ্ট অথোরাইজড ডিলারশিপেই উপলব্ধ।

TVS Radeon এখন বেস এডিশন, Commuter Bike of the Year: Drum এবং Commuter Bike of the Year: Disc মডেলে উপলব্ধ। Base Edition-এর দাম ৬১,৯৪২ টাকা (এক্স-শোরুম কলকাতা)। Commuter Bike of the Year: Drum Brake মডেলের দাম ৬৪,৯৪২ (এক্স-শোরুম কলকাতা) এবং Commuter Bike of the Year: Disc Brake ভ্যারিয়েন্ট কেনার জন্য খরচ করতে হবে ৬৭,৯৪২ টাকা (এক্স-শোরুম কলকাতা)।

এই বাইকের সাথে থাকছে একাধিক রঙের বিকল্প। Commuter Bike of the Year মডেল পাওয়া যাবে ক্রোম ব্ল্যাক এবং ক্রোম ব্রাউন রঙে। অপরদিকে Base Edition পাওয়া যাবে পার্ল হোয়াইট, মেটাল ব্ল্যাক, গোল্ডেন বেইজ, রয়্যাল পার্পেল, ভলক্যানো রেড এবং টাইটেনিয়াম গ্রে কালার অপশানে। TVS Radeon বাইকে রয়েছে ১০৯.৭ সিসি ইঞ্জিন। নতুন এই ইকো থ্রাস্ট ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন BS4 মডেলের তুলনায় ১৫ শতাংশ বেশী ফুয়েল ইকোনমি অফার করে। এই ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে হচ্ছে ৮.০৮ বিএইচপি (৬.০৩ kW) এবং ৮.৩ এনএম।