অফলাইনে শীর্ষস্থান ধরে রাখতে আরও ১০০টি রিটেল স্টোর খুলছে Vivo

ভারতের সেরা স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে Vivo অন্যতম। প্রচুর সংখ্যক ভারতীয় মানুষ আজকের দিনে ভিভো ফোন ব্যবহার করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রধান স্পন্সর হিসেবে যোগদানের পর এই জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে ক্রেতাদের আরও কাছে পৌঁছে যেতে Vivo বুধবার জানিয়েছে যে, চলতি বছরে সারা ভারত জুড়ে তারা ১০০ টি এক্সক্লুসিভ স্টোর খোলার পরিকল্পনা করছে। বর্তমানে দেশজুড়ে ভিভো-র ৫৫০ টি রিটেল স্টোর আছে। ভিভো ইন্ডিয়া ব্র্যান্ড স্ট্র্যাটেজির ডিরেক্টর নিপুন মারিয়া জানিয়েছেন, এ বছরের শেষের দিকে রিটেল স্টোরের সংখ্যা ৬৫০ অতিক্রম করবে।

প্রসঙ্গত সম্প্রতি IDC এর একটি রিপোর্টে জানানো হয়েছিল, ভারতের অফলাইন বাজারে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোম্পানির নাম ভিভো। সেক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখতেই যে সংস্থাটি আরও বেশি রিটেল স্টোর তৈরীর কথা ভাবছে তা বলার অপেক্ষা রাখেনা। মারিয়া আইএএনএসকে জানিয়েছেন, “এটি আমাদের জন্য যথেষ্ট উৎসাহজনক। আমরা সঠিক জায়গায় সঠিক বিনিয়োগ করেছি বলেই আমরা প্রথম স্থান অর্জন করেছি।”

জানিয়ে রাখি আগামী ২৫ মার্চ ভারতে লঞ্চ হবে ভিভো এক্স৬০ সিরিজ। এই সিরিজ আগেই চীনে লঞ্চ হয়েছে। অনুমান করা হচ্ছে এই সিরিজের তিনটি ফোনই- Vivo X60, Vivo X60 Pro, ও Vivo X60 Pro+ ভারতে আসবে। এরমধ্যে প্রথম দুটি ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। আবার স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসবে ভিভো এক্স৬০ প্রো প্লাস।

মারিয়া এবিষয়ে জানিয়েছেন যে, “নতুন প্রোডাক্ট লঞ্চ করা ছাড়াও আমরা বিনিয়োগের দিকে মনোনিবেশ করছি। আমরা আশাবাদী যে আমাদের কোম্পানি প্রিমিয়াম স্মার্টফোন বিভাগকে একটা আলাদা স্তরে নিয়ে যাবে”।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন