শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল Moto E7 Plus, পাবেন মোট তিনটি ক্যামেরা

আজ সকালেই Motorola ব্রাজিলে তাদের জি৯ সিরিজের নতুন ফোন Moto G9 Plus লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি Moto E7 Plus কেও ব্রাজিলে লঞ্চ করলো। এই ফোনটিকে কোম্পানি একটি স্টোরেজের সাথে লঞ্চ করেছে। মোটো ই৭ প্লাস ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ডুয়েল ক্যামেরা। আশা করা যায় ভারতেও এই ফোনটি শীঘ্রই আসবে। যদিও কোম্পানির তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।

Moto E7 Plus দাম

ব্রাজিলে মোটো ই৭ প্লাস এর একটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৩৪৯.১০ বিএলআর, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৮০০ টাকা। ফোনটি নেভি ব্লু ও অ্যাম্বার ব্রোঞ্জ কালারে পাওয়া যাবে।

Moto E7 Plus স্পেসিফিকেশন

মোটো ই৭ প্লাস ফোনে ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন ১৬০০ x ৭২০ পিক্সেল। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটিতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

মোটো ই৭ প্লাস ডুয়েল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। আবার অন্য ক্যামেরাটি হল এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ। এই ক্যামেরা দিয়ে ৬০ এফপিএস এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ারের কথা বললে এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি দাবি করেছে এই ব্যাটারি দুদিন ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি হেডফোন জ্যাকের সাথে এসেছে। এই ফোনের ওজন ২০০ গ্রাম।