মোবাইলের ইন্টারনেট স্পিড খুব স্লো? সমস্যার সুরাহা পেতে অনুসরণ করুন এই তিনটি সহজ টিপস

বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, আর প্রতিটি ফোনেই রয়েছে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট ছাড়া হাতের মুঠোফোনটি একেবারে ‘আনস্মার্ট’ হয়ে যায় বললেই চলে। বিভিন্ন জরুরি কাজের পাশাপাশি অবসর সময়ে ওটিটি প্ল্যাটফর্মে আনাগোনা ইত্যাদি সবকিছুর জন্যই ফোনে দ্রুতগতির ইন্টারনেট কানেকশন থাকা একান্ত আবশ্যক। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে স্মার্টফোনের ইন্টারনেট স্পিড কমে যায়, যার ফলে ইউজারদেরকে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য মূলত অনেকেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দায়ী করলেও অনেকক্ষেত্রে এমন কিছু কারণেও নেট স্পিড স্লো হয়ে থাকে যার সঙ্গে সার্ভিস প্রোভাইডারের কোনো সম্পর্ক নেই। আর বর্তমানে ইন্টারনেটের বহুল ব্যবহারের যুগে কমবেশি সকলেই ঢিমে তালের নেট স্পিড সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।

বর্তমানে আপনিও কি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমন তিনটি সহজ টিপস দিতে চলেছি, যেগুলি অনুসরণ করে চললে কচ্ছপের গতির নেট স্পিডের সমস্যা এড়িয়ে আপনি আলোর চেয়েও দ্রুতগতির ইন্টারনেট স্পিড পেতে সক্ষম হবেন।

এভাবে এড়ানো যেতে পারে স্লো ইন্টারনেট স্পিডের সমস্যা

১. এয়ারপ্লেন মোড অন/অফ করুন: যদি আপনার স্মার্টফোনে ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়, তাহলে আপনি ফোনের এয়ারপ্লেন মোড অন/অফ করে দেখতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে, স্মার্টফোন এয়ারপ্লেন মোডে থাকলে কিন্তু কারোর ফোন আসবে না বা কোনো জরুরি কাজ করা যাবে না। তাই আগেভাগে যাবতীয় দরকারি কাজ সেরে ফেলে কিছুক্ষণের জন্য ফোনকে এয়ারপ্লেন মোডে রেখে দিন। খানিকক্ষণ পরে এয়ারপ্লেন মোড অফ করে আবার অন করলে আপনার ফোনের নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে যাবে, যার ফলে আপনি আপনার মুঠোফোনে দ্রুতগতির নেট স্পিড পেতে সক্ষম হবেন।

২. মোবাইল ডেটা রিস্টার্ট করুন: আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়ে – উভয় ক্ষেত্রেই মোবাইল ডেটা রিস্টার্ট করলে স্লো নেট স্পিডের সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। সোজা কথায় বললে, আপনার মোবাইল ডেটা অফ করে আবার অন করলেই দেখবেন যে আগের তুলনায় নেট স্পিড অনেকটাই বেড়ে গিয়েছে। নিঃসন্দেহে বলা যায় যে, ঢিমে তালের ইন্টারনেট গতির হাত থেকে মুক্তি পাওয়ার একটি অন্যতম সহজ উপায় হল এটি।

৩. ক্যাশে ক্লিয়ার করুন: একনাগাড়ে ব্যবহার করতে করতে মোবাইলে অত্যধিক ক্যাশে (Cache) ফাইল জমে যায়, যা ডিভাইসের পারফরম্যান্সকে প্রভাবিত করার পাশাপাশি মোবাইল ইন্টারনেটের গতিও ধীর করতে পারে। তাই স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় অন্তর ফোনের ক্যাশে ফাইলগুলিকে ক্লিয়ার বা ডিলিট করুন।