চব্বিশের বাজার কাঁপাতে প্রস্তুত OnePlus 12 5G, দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ জানুযারি মাসেই

ওয়ানপ্লাস চলতি বছরের ডিসেম্বরে চীনে OnePlus 12 স্মার্টফোনটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির বাজারে আসতে কিছু মাস বাকি থাকলেও, এখন থেকেই ফোনটিকে নিয়ে টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়ে গেছে। সম্প্রতি অনলাইনে এর ডিজাইন এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারিতে ভারত সহ বিশ্ব বাজারে বর্তমান প্রজন্মের OnePlus 11 5G ফোনটি লঞ্চ করেছে। তাই, অনুমান করা হচ্ছে যে OnePlus 12-ও বিশ্ব বাজারে আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ আত্মপ্রকাশ করবে। তবে এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার জানিয়েছেন যে, আসন্ন ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপটি বিশ্ব বাজারে প্রত্যাশিত সময়ের আগেই লঞ্চ হবে। OnePlus 12 কবে ভারতীয় বাজারে পৌঁছাবে, আসুন জেনে নেওয়া যাক।

OnePlus 12 5G গ্লোবাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের জানুয়ারিতেই

টিপস্টার ম্যাক্স জাম্বোর তার একটি টুইটে দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ১২ আগামী বছর জানুয়ারি মাসেই বিশ্ব বাজারে পা রাখবে। আগের প্রজন্মের মডেলের তুলনায় এটি একমাস আগেই গ্লোবাল মার্কেটে চলে আসবে। উল্লেখযোগ্যভাবে, এই হ্যান্ডসেটটি চীনের বাইরের সমস্ত গুরুত্বপূর্ণ বাজারে এইসাথেই উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ভারতও রয়েছে। এখনও পর্যন্ত অনলাইনে ওয়ানপ্লাস ১২-এর বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

OnePlus 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১২-এ (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটিকে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের জন্য এলটিপিও প্রযুক্তির দ্বারা এনহ্যান্স করা হবে৷ ডিভাইসটি আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা আগামী অক্টোবরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিট ২০২৩ ইভেন্টে উন্মোচন করা হবে। এটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১২ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ (OxygenOS 14) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 12-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯-সিরিজের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ওআইএস-সক্ষম ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি-৩৪বি সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে।

পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12-এ ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ বিশাল ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে।