রাস্তায় সবার নজর কাড়বে, Hero Mavrick 440-এর সেরা 3 বিকল্প এগুলি, দামও কম

সম্প্রতি হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল লঞ্চ করে চমকে দিয়েছে। যার নাম Mavrick 440। যেখানে এতদিন সাব-২৫০ সিসি সেগমেন্টের জন্যই পরিচিতি ছিল সংস্থার। বলা বাহুল্য, এই রোডস্টার বাইকটি হিরোর সবচেয়ে দামি মডেল। আবার দেশের সবথেকে সস্তা পারফরম্যান্স-ফোকাসড মিডলওয়েট মোটরবাইক। তবে বাজারে হিরো ম্যাভরিকের দুর্দান্ত সব বিকল্প রয়েছে। কতটা এগিয়ে বা পিছিয়ে সেগুলি? চলুন দেখে নিই।

Hero Mavrick 440

প্রথমে Hero Mavrick 440-এর প্রসঙ্গে টুকিটাকি জেনে নিই। এটি ১.৯৯ লাখ টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ হয়েছে। বাইকটিতে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক অ্যাবজর্বার, এবং ৪৪০ সিসি, এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি ক্ষমতা এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে।

Bajaj Dominar 400

Bajaj Dominar 400 কিনতে বর্তমানে খরচ পড়ে ২.৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, চওড়া হ্যান্ডেলবার, স্প্লিট টাইপ সিট, এলইডি হেডলাইট, ডুয়েল ব্যারেল এগজস্ট, এলইডি টেললাইট এবং ট্যাঙ্ক মাউন্টেড সেকেন্ডারি ডিসপ্লে সহ রিভার্স এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

সেফটি ফিচার্স হিসেবে Dominar 400-তে উপস্থিত ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ৩৭৩.৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৩৯.৪ বিএইচপি ক্ষমতা ও ৩৫ এনএম টর্ক পাওয়া যায়।

Triumph Speed 400

বর্তমানে Triumph Speed 400 -এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে য়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, বার এন্ড মিরর, একটি স্লিক এলইডি টেলল্যাম্প, এবং ১৭ ইঞ্চি কাস্ট অ্যালুমিনিয়াম হুইল। সেফটি ফিচার্স হিসেবে Speed 400 অফার করে ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক। হাই-পারফরম্যান্সের জন্য উপস্থিত ৩৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৩৯ বিএইচপি শক্তি ও ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যায়।

Harley-Davidson X440

Harley-Davidson X440 -এর এখনকার দাম ২.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। রেট্রো ক্রুজার মডেলটিতে রয়েছে একটি পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, ডিআরএল, একটি চওড়া হ্যান্ডেলবার, স্লিক এলইডি টেল ল্যাম্প এবং মেশিনড অ্যালয় হুইল।

হার্ডওয়্যার হিসাবে X440-তে দেওয়া হয়েছে দু’চাকায় ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক, এবং রিয়ার শক অ্যাবজর্বার। ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল-এয়ার কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি ও ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়।