আসছে ডুয়েল স্লাইডিং ডিজাইনের Samsung Galaxy A82? তুঙ্গে জল্পনা

ফোনের দুনিয়ায় স্লাইডিং ডিজাইন এখন অতীত। একসময় স্লাইডিং ফোন বাজারে বেশ জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে এই ধরনের ফোন আর রিলিজ হতে দেখা যায়নি। তবে স্যামসাংয়ের সৌজন্যে এরকম ফোনের প্রত্যাবর্তন ঘটতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। আসলে Samsung ডুয়াল স্লাইডার স্মার্টফোনের জন্য পেটেন্ট দায়ের করেছে। খবরটি সামনে আসতেই এই ফোনটি দু’বছর আগে লঞ্চ হওয়া রোটেটিং ক্যামেরা ফোন Samsung Galaxy A80-এর উত্তরসূরী বলে জল্পনা শুরু হয়েছে। অনেকে আবার স্লাইডিং ডিজাইনের ফোনটিকে Galaxy A82 নামে অভিহিত করছেন।

রিপোর্ট অনুযায়ী, Samsung Electronics ২০২০-র মাঝামাঝি সময়ে USPTO (United States Patent & Trademark Office)-তে “Electronic device incuding front Plate slidable in both direction” শিরোনামে একটি পেটেন্ট দায়ের করেছিল। ২৮ জানুয়ারি ২০২১, সেটি অনুমোদিত হয়ে পেটেন্ট প্রযুক্তির বিশ্বব্যাপী সুরক্ষার জন্য USPTO-র ডেটাবেসে অর্ন্তভুক্ত হয়েছে।

পেটেন্ট ডকুমেন্টের মাধ্যমে ফোনটির ডিজাইনও প্রকাশ্যে এসেছে। ডুয়াল স্লাইডার স্মার্টফোনের মূল বিশেষত্ব এটি ওপর এবং নীচে দু’দিকেই স্লাইড করা যাবে। আবার ফোনটির ক্যামেরা এর স্লাইডার সেকশনে অর্ন্তভুক্ত করার ফলে সাধারণ অবস্থায় ক্যামেরাটি দৃশ্যমান হবে না। সহজ ভাষায় বর্ণনা করলে, ফোনটির সামনের অংশ নীচের দিকে স্লাইড হলে স্লাইডার অংশে থাকা ফ্রন্ট ক্যামেরা বেরিয়ে আসবে। আবার ফোনটি সামনের অংশ ওপরের দিকে স্লাইড হলে ট্রিপল রিয়ার ক্যামেরা দৃশ্যমান হবে। সেইসঙ্গে নীচের অংশ জুড়ে থাকা বড়ো লাউড স্পিকারটিও বেরিয়ে আসবে।

এদিকে পেটেন্টের নথিপত্র থেকে জানা যাচ্ছে, স্লাইডার সেকশনে স্যামসাং একাধিক সেন্সর দিতে পারবে। পেটেন্ট ছবিতে আমরা ডিভাইসটিতে একটি মাত্র ফ্রন্ট ক্যামেরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে, ফোনটির প্রোডাকশন মডলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে। আবার রিয়ার ক্যামেরা ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যেতে পারে। তবে যতগুলি ক্যামেরা সেন্সর দেওয়া হোক না কেন রিয়ার ক্যামেরা সেটআপে সেগুলি পাশাপাশি বসানো থাকবে।

এদিকে স্যামসাংয়ের ডুয়াল স্লাইডার ডিভাইসটি দেখতে কেমন হবে তার একটি কনসেপ্ট বানানোর জন্য পেশায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার এবং Yanko Design-এর এডিটর-ইন-চিফ Sarang Seth LetsGoDigital-এর সাথে হাত মিলিয়ে পেটেন্টের ওপর ভিত্তি করে কতগুলি ইমেজ রেন্ডার সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, প্রোডাক্ট রেন্ডারটি পুরোপুরি কাল্পনিক। এবার স্যামসাং একধাপ এগিয়ে ফোনটিকে সত্যিই বাস্তবের রূপদান দেওয়ার পরিকল্পনা করছে কীনা তা একমাত্র সময়ই বলবে।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন