আগের সমস্ত রেকর্ড ভেঙে গত মাসে সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি বেচলো Tata Motors

ইলেকট্রিক টু-হুইলারের পর এবার গাড়ি, ভারতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা যে উত্তরোত্তর বাড়ছে, তার আরো এক নিদর্শন সামনে এলো। Tata Motors ইলেকট্রিক ভেহিকেলের বিক্রিতে সর্বকালের রেকর্ড গড়লো। গত বছর ডিসেম্বরে ২,২৫৫ ইউনিট বিদ্যুৎ চালিত যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে তারা। উল্লেখ্য, Tata Nexon EV ও সম্প্রতি লঞ্চ হওয়া Tata Tigor EV – সংস্থার এই গাড়ি দুটি ভারতের ইভি সেগমেন্টে আধিপত্য বিস্তার করেছে। ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রের নবজাগরণে প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে Tata।

টাটা মোটর্স (Tata Motors)-এর ইভি (Electric Vehicle) শাখাটির ডিসেম্বরে বিক্রিতে ইয়ার-অন-ইয়ার উন্নতির হার ৪৩৯ শতাংশ। এদিকে ২০২০-র ডিসেম্বরে সংস্থাটির ইলেকট্রিক যানবাহনের বিক্রির সংখ্যা ছিল মাত্র ৪১৮ ইউনিট, ২০২১-এ যা বেড়ে হয়েছে ২,২৫৫ ইউনিট। এছাড়া সংস্থাটি ত্রৈমাসিক বিক্রির পরিসংখ্যানও প্রকাশ করেছে। যেমন ২০২১-২২ এর তৃতীয় অর্থবর্ষে ইলেকট্রিক গাড়ি বিক্রির সংখ্যা ৫,৫৯২ ইউনিট, যেখানে ২০২০-২১ এ সেই সংখ্যাটি ছিল মাত্র ১,২৫৬ ইউনিট। এর ফলে সংস্থার বিক্রির হার ৩৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইলেকট্রিক যানের বিক্রিবাটা বৃদ্ধির প্রসঙ্গে টাটা মোটর্স (Tata Motors)-এর সভাপতি (প্যাসেঞ্জার ভিকেলস বিজনেস ইউনিট) শৈলেশ চন্দ্র (Shailesh Chandra) মন্তব্য করেছেন, “Tata Motors-এর ইভি (EV) ব্যবসায় বৃদ্ধি জারি রয়েছে, এই সেমিকন্ডাক্টরের আকালের দিনেও উৎপাদনে কমতি সত্ত্বেও একাধিক নতুন মাইলফলক স্পর্শ করেছে।”

শৈলেশ যোগ করেছেন, “২০২১-২২ আর্থিক বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৫,৫৯২ ইউনিট ইভি বিক্রির ফলে গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির হার ৩৪৫%।” তিনি আরো বলেন, “২০২১-এর এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের জন্য ইভি বিক্রির সংখ্যা ১০,০০০ ছুঁয়েছে এবং মাসিক বিক্রি ২,০০০ হয়েছে। সেই সাথে Tata Nexon EV ও Tata Tigor EV গাড়ি দুটির ক্রমবর্ধমান চাহিদা এবং বৈদ্যুতিক ক্ষেত্রে গতিশীলতা এই প্রগতির জন্য বিশেষভাবে সহায়ক।”