বিশাল বড় ব্যাটারি ও ডিসপ্লের সাথে আসছে Samsung Galaxy M41

বিশ্বজুড়ে চীনা স্মার্টফোন কোম্পানিগুলিকে মানুষ ঘৃণা করতে শুরু করায় সুবিধা পাচ্ছে Samsung। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটিও এই সুযোগের ফায়দা তুলতে একের পর এক স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। কয়েকদিন মধ্যেই স্যামসাং ভারতে সস্তায় Galaxy M01s লঞ্চ করবে। এছাড়াও কোম্পানি Galaxy M41 এর উপর ও কাজ করছে। ফোনটির বড় চমক হবে এর ব্যাটারি ও ডিসপ্লে।

MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এম ৪১ ফোনে ৬,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সম্প্রতি এর লিথিয়াম আয়ন ব্যাটারি কে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আপনাকে জানিয়ে রাখি গ্যালাক্সি এম ৪০ ফোনে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি দিয়েছিলো। ফলে বলা যায় এর আপগ্রেড ভার্সনে কোম্পানি দ্বিগুন ব্যাটারি ক্ষমতা দেবে। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

Samsung Galaxy M41 : সম্ভাব্য স্পেসিফিকেশন

জানা গেছে গ্যালাক্সি এম ৪১ ফোনে কোম্পানি বড় ডিসপ্লে অফার করবে। যেখানে গ্যালাক্সি এম ৪০ ফোনে ৬.৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ছিল, সেখানে গ্যালাক্সি এম ৪১ ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন হতে পারে পাঞ্চ হোল। এছাড়াও এই ফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ফোনের পিছনে দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। আবার এতে এক্সিনস ৯৬৩০ এমএএইচ ব্যাটারি ও ৬ জিবি র‍্যাম থাকতে পারে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এর সাথে আসতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Samsung Galaxy M40 ফিচার :

এই ফোনে Infinity-O ডিসপ্লে দেওয়া হয়েছে যা Galaxy M সিরিজে প্রথমবার দেওয়া হয়েছে । গ্যালাক্সি এম৪০ ফোনে ৬.৩ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে ও গরিলা গ্লাস প্রটেকশন পাবেন। এই ফোনে ইয়ারপিস দেওয়া হয়নি। যার জন্য সাউন্ড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। Galaxy M40 ফোনে ৩.৫এমএম হেডফোন জ্যাক নেই যদিও কোম্পানি টাইপ সি এয়ারফোন দিয়েছে।

Galaxy M40 ফোনের প্রসেসরের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট আছে। ফোনটি একটি স্টোরেজ বিকল্পে এসেছে – ৬ জিবি র‍্যাম+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ । এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাথমিক সেন্সরটি ৩২ মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি  ৮ মেগাপিক্সেল এবং তৃতীয়টি ৫ মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে পাবেন ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৯ পাই। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *