Samsung Galaxy F22 আজ ভারতে লঞ্চ হবে, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy F22 আজ অর্থাৎ ৬ জুলাই (মঙ্গলবার) ভারতে লঞ্চ হচ্ছে। এই ফোনটি কোম্পানির চলতি বছরের চতুর্থ এফ সিরিজের ফোন হবে। এর আগে এই সিরিজে Samsung Galaxy F02s, Galaxy F12, Galaxy F62 ফোনগুলি লঞ্চ হয়েছিল। এদিকে স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটি কয়েক সপ্তাহ আগে ভারতে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ২২ এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। ই-কমার্স সাইট Flipkart ও Samsung e-store থেকে ফোনটি পাওয়া যাবে।

Samsung Galaxy F22 এর ভারতে দাম ও লঞ্চের সময়

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। ৯১মোবাইলস থেকে জানানো হয়েছে, ভারতে ফোনটি ১৫,০০০ টাকার কমে পাওয়া যাবে।

Samsung Galaxy F22 আজ দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে। কোম্পানি এরজন্য যদিও কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করেনি।

Samsung Galaxy F22 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফ্লিপকার্ট এর টিজার পেজ অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে সহ আসবে। এই ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সেলফি ও ভিডিও কলের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর।

Samsung Galaxy F22 ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর অপারেটিং সিস্টেম সহ চলবে। আবার এই ফোনে থাকবে ব্লুটুথ ৫.০, এবং ৪জি এলটিই কানেক্টিভিটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন