Vivo S10 Pro আগামীকাল আসছে ১২ জিবি র‌্যাম সহ, দেখা গেল Google Play Console-এ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল Vivo লঞ্চ করবে Vivo S10 সিরিজ। ভিভোর সেলফি সেন্ট্রিক S10 সিরিজে দু’টি হ্যান্ডসেট থাকবে- Vivo S10 ও Vivo S10 Pro। অফিসিয়াল লঞ্চের একদিন আগেই কিছু স্পেসিফিকেশন-সহ Vivo S10 Pro-এর গুগল প্লে কনসোল লিস্টিং প্রকাশ্যে এল।

Vivo S10 Pro স্মার্টফোনের Google Play Console লিস্টিং

গুগল প্লে কনসোল লিস্টিং থেকে জানা গেছে, V2121A মডেল নম্বরের ভিভো এস১০ প্রো-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর এবং ১২ জিবি র‌্যাম থাকবে। ডিভাইসটি ফুল-এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১১ ওএসে রান করবে।

Vivo S10 Pro স্পেসিফিকেশন

ভিভো এস১০ প্রো-তে ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের মধ্যেকার নচে ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ থাকবে, যার ফলে নচ হবে চওড়া।

ভিভো এস১০ প্রো-এর পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। ক্যামেরা তিনটি ইংরেজি এল আকৃতিতে বসানো থাকবে। উপরের প্রাইমারি সেন্সর এবং নীচের সেকেন্ডারি সেন্সরের মাঝে এলইডি ফ্ল্যাশ পাওয়া যাবে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে।

ফোনটি ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম (প্রয়োজনে ইন্টারনেল স্টোরেজের ফাকা জায়গা র‌্যাম হিসেবে ব্যবহার করবে) সহ আসবে। ভিভো এস১০ প্রো-এর ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ভিভো এস ১০ একইরকম স্পেকসের সাথে আসবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন