শুরু হল Flipkart Mobile Bonanza সেল, সস্তায় iPhone ও Android ফোন কেনার সেরা সুযোগ

বিগত কয়েক মাস ধরেই Flipkart-এ এক কথায় সেলের মরসুম চলছে। প্রায় প্রতিদিনই ই-কমার্স জয়েন্টটি কোনো না কোনো সেলের আয়োজন করছে, যার ফলে অধিকাংশ মানুষই কোন প্রোডাক্ট কিনবেন আর কোনটা উইশলিস্ট করবেন – তা ভেবে পাচ্ছেননা! তবে অতিমারীর গৃহবন্দী এই পরিস্থিতিতে যারা নতুন মোবাইল কিনবেন ভাবছেন তাদের জন্য আজ রয়েছে একটি সুখবর। হ্যাঁ ঠিকই ধরেছেন! Flipkart (ফ্লিপকার্ট) ফের নিয়ে এসেছে একটি নতুন সেল। আজ অর্থাৎ ২১শে জুন থেকে, এই প্ল্যাটফর্মে ‘Mobile Bonanza’ সেল শুরু হয়েছে, যা লাইভ থাকবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। এই ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে আগ্রহীরা নির্বাচিত স্মার্টফোনের ওপর নানা ধরনের অফার, ব্যাংক কার্ডে ছাড়, নো কস্ট ইএমআই – ইত্যাদি ফায়দা নিতে পারবেন।

Flipkart Mobile Bonanza সেলে কী কী অফার থাকছে

প্রথমেই বলি ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে সাধারণ অফারের পাশাপাশি এইচডিএফসি (HDFC) ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট করলে বা ইএমআই ট্রানজ্যাকশন করলে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ফোনের ওপর নির্দিষ্ট এক্সচেঞ্জ অফার মিলবে।

Flipkart Mobile Bonanza সেলে কোন ফোনে কত ছাড় থাকবে?

ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে আইফোনের ক্ষেত্রে, iPhone 11 এবং iPhone 12 মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। ফলে ৫৪,৯৯০ টাকা মূল্যের iPhone 11 কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। অন্যদিকে iPhone 12-র বেস মেমোরি ভ্যারিয়েন্টের দাম হবে ৭৯,৯০০ টাকার বদলে ৭১,৯০০ টাকা। iPhone XR মিলবে ৪১,৯৯৯ টাকায়, এমনিতে যার দাম ৪৭,৯৯০ টাকা। আবার iPhone SE কিনতে চাইলে আগ্রহীদের ৩১,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

অ্যান্ড্রয়েডের ফোনের কথা বললে, ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে Poco X3 Pro স্মার্টফোনটির এমআরপি থেকে ২,০০০ টাকা কমে, ১৬,৯৯৯ টাকায় বিক্রি হবে। আবার ১২,৫০০ টাকার Poco M3 পাওয়া যাবে ১০,৪৯৯ টাকায়। যেখানে Realme Narzo 30A-এর ৩ জিবি মডেলে কিনতে গেলে দাম পড়বে ৮,২৪৯ টাকা। এছাড়া Infinix Hot 10S ফোনটি ৫০০ টাকা ছাড়ে ৯,৪৯৯ টাকায় কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন