TVS Ronin 225: লঞ্চের আগেই ফাঁস টিভিএস-এর প্রথম ক্রুজার বাইকের নাম ও ডিজাইন, Bajaj Avenger সাবধান!

আগামী ৬ জুলাই ভারতে নতুন মোটরসাইকেল লঞ্চ করবে টিভিএস (TVS)৷ কিন্তু সে দিন কী ধরনের বাইকের উপর থেকে পর্দা সরানো হবে, সে সম্পর্কে মুখে কুলুপ এটে বসে আছে চেন্নাইয়ের সংস্থাটি৷ যদিও জল্পনা বলছে, ২০১৮ সালে প্রদর্শিত TVS Zeppeli পাওয়ার ক্রুজার আত্মপ্রকাশ করবে সে দিন৷ কিন্তু বাইকওয়ালের রিপোর্টে দাবি করা হয়েছে, শীঘ্রই লঞ্চ হতে চলা টিভিএস-এর ক্রুজার বাইকের নাম হবে Ronin 225। যার ট্রেডমার্ক ২০২০ সালেই নথিভুক্ত করে রেখেছে সংস্থাটি।

কয়েক দিন আগে TVS Ronin 225-এর হেডলাইটের ছবি ফাঁস হয়েছে সাধারণ ক্রুজার বাইকের মতো এর হেডল্যাম্পও গোল। আর তার মধ্যে ইংরেজি টি আকৃতির এলইডি ডিআরএল। এককথায় রেট্রো ক্রুজার রূপে আত্মপ্রকাশ করবে এটি। জাপানি ভাষায় রনিন শব্দের অর্থ ভ্রমণপ্রিয় সামুরাই। ফলে অনুমান, যারা ঘুরতে ভালবাসেন, তাদেরকে গুরুত্ব দিয়েই আসছে TVS Ronin 225‌‌।

বাইকটির স্পেসিফিকেশনগুলি এখনও অজানা। তবে মনে করা হচ্ছে, এটি ২২৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে। যা ২০ বিএইচপি ক্ষমতা এবং ২০ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সাথে যুক্ত থাকবে ফাইভ-স্পিড গিয়ারবক্স৷ ডুকাটি স্ক্র্যাম্বলার-এর মতো TVS Ronin 225 একটি গোল কনসোল পেতে পারে। যাতে ওডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল লেভেল, ইঞ্জিন টেম্পারেচার-সহ নানা তথ্য ভেসে উঠবে।

TVS Ronin 225-এর সামনে আপসাইড ডাউন ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হতে পারে। দু’দিকে সিঙ্গেল ডিস্ক ব্রেক-সহ সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে। টিভিএস-এর অন্যান্য মডেলের মতো এটিও ফিচারসমৃদ্ধ হবে বলে আশা করা যায়। বাইকটি Bajaj Avenger 220-কে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে। দাম দেড় লাখের কাছাকাছি রাখা হতে পারে।