Matter Aera vs Tork Kratos R: সমস্ত দিক বিচার করে কোন ইলেকট্রিক বাইক সেরা?

ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে সদ্য লঞ্চ হয়েছে Matter Aera। গুজরাতের ইভি স্টার্টআপ ম্যাটার এনার্জি (Matter Energy)-র এটিই এদেশে প্রথম মডেল। ই-বাইকটি চারটি ভ্যারিয়েন্টে এসেছে – 4000, 5000, 5000+ ও 6000+। তবে আপাতত ম্যাটার 5000 ও 5000+ মডেল দুটি বাজারে হাজির করা হয়েছে। মোটরবাইকটির দাম ১,৪৪ লক্ষ টাকা থেকে শুরু। বাজারে এর মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tork Kratos R। এই প্রতিবেদনে বৈদ্যুতিক মোটরসাইকেল দুটির তুলনাস্বরূপ আলোচনা রইল।

Tork Kratos R দর্শনের দিক থেকে অধিক আবেদনময়ী

Tork Kratos R-এ রয়েছে বিভিন্ন কারুকার্যে শোভিত ট্যাঙ্কের ন্যায় গড়ন, একটি অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, পাশে এলইডি ডিআরএল, একটি স্প্লিট টাইপ সিট, একটি স্লিম এলইডি টেলল্যাম্প এবং একটি ৫.০ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

অন্যদিকে, Matter Aera-তে উপস্থিত একটি ৫ লিটার স্টোরেজ সহ ফক্স ফুয়েল ট্যাঙ্ক, একটি শার্প লুকিং প্রোজেক্টার এলইডি হেডলাইট, চওড়া হ্যান্ডেলবার, স্টিপডআপ সিট এবং একটি ৭ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। উভয় ইভি মডেলেই আছে অ্যালয় হুইল।

Matter Aera 5000-তে আছে বেশি শক্তির মোটর

টর্ক ক্র্যাটোস আর একটি মিড মাউন্টেড ৯ কিলোওয়াট পিএমএসএম মোটর থেকে শক্তি সঞ্চয় করে। যার সাথে রয়েছে একটি ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক।

অন্যদিকে, ম্যাটার এইরা ৫০০০-এ উপস্থিত একটি লিকুইড কুল্ড ১০.৫ কিলোওয়াট মিড মাউন্টেড মোটর। এর সাথে সংযুক্ত একটি ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং আইসিই মডেলের মতো ক্লাচ সহ ৪-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এদিকে প্রথম মডেলটি যেখানে ১৮০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে, সে জায়গায় দ্বিতীয়টি থেকে সিঙ্গেল চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

উভয় ইলেকট্রিক বাইকের দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক

চালকের সুবিধার জন্য Kratos R এবং Aera 5000– উভয় বাইকের দু’চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। সাথে রয়েছে কম্বাইন্ড বেকিং সিস্টেম এবং রি-জেনারেটিভ ব্রেকিং। ফলে ব্রেকিং পারফরম্যান্স ভালো মিলবে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দুটি মোটরসাইকেলের সামনে উপস্থিত টেলিস্কোপিক ফর্ক। Kratos R-এর পেছনে মোনোশক সাসপেনশন আছে, এবং Aera 5000-এ রয়েছে ডুয়েল গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবজর্বার।

কোন মোটরসাইকেলটি আপনার জন্য উপযুক্ত

ভারতে Tork Kratos R-এর মূল্য ১.৩৭ লক্ষ টাকা। যেখানে Matter Aera 5000-এর দাম ১.৪৪ লক্ষ টাকা থেকে ১.৫৪ লক্ষ টাকা পর্যন্ত (প্রতিটি দাম এক্স-শোরুম মূল্য ধরে)। আমাদের পরামর্শ অনুযায়ী, Matter Aera 5000 কেনাই বুদ্ধিমানের কাজ। কারণ এতে আগ্রাসী ডিজাইন, বৃহত্তর টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং সেগমেন্টের প্রথম ম্যানুয়াল গিয়ারবক্স সহ সুরক্ষিত লিকুইড কুল্ড মোটরের সুবিধা মেলে।