মাত্র ৭৪৯৯ টাকায় Realme Narzo 50i, বছর শেষের সেরা অফার

বছর শেষের একদিন আগে ডিসকাউন্টে Realme ফোন কিনতে চাইছেন? তবে Flipkart আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। ই কমার্স সাইটটিতে বিভিন্ন বাজেটের Realme ফোনসহ নানাবিধ নামীদামী কোম্পানির ফোনগুলির ওপর থাকছে আকর্ষণীয় অফার। তবে, আপনি যদি বিশেষভাবে বাজেট স্মার্টফোন কেনার পক্ষপাতী হন, সেক্ষেত্রে, Realme Narzo 50i ফোনটিকে পছন্দের তালিকায় রাখতেই পারেন। Flipkart থেকে অত্যধুনিক ফিচার ও স্টাইলিশ ডিজাইনের এই হ্যান্ডসেটটি আপনি দারুণ ডিসকাউন্টসহ কিনে ফেলতে পারবেন।

Realme Narzo 50i দাম ও সেল অফার

রিয়েলমি নারজো ৫০আই স্মার্টফোনটি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। আবার, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।

তবে চলতি সেলে এই দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ৬% ও ১০% ডিসকাউন্টে কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। যার পর এই দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ৭,৪৯৯ টাকায় ও ৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এরই সাথে ইএমআই পেমেন্টের অপশনটিও উপলব্ধ রয়েছে। এখানেই শেষ নয়, ২ জিবি ও ৪ জিবি ভ্যারিয়েন্টের মডেল দুটি কেনার সময় পুরোনো ফোন বদল করলে যথাক্রমে ৬,৯৫০ টাকা ও ৮,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। আবার, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড মারফত পেমেন্ট করলে মিলবে ৫% ক্যাশব্যাকের অফার। জানিয়ে রাখি, রিয়েলমি নারজো ৫০আই স্মার্টফোনটি মিন্ট গ্রীন ও কার্বন ব্ল্যাক, এই দুই কালার বিকল্পে বেছে নেওয়া যাবে

Realme Narzo 50i স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৫০আই ফোনটিতে রয়েছে, একটি ওয়াটার ড্রপ নচ স্টাইলের ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৮৮.৭ % স্ক্রিন-টু-বডি রেশিও, ২৭০ পিপিআই পিক্সেল ডেন্সিটি ও ৪০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা-কোর এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি সর্বাধিক ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। যদিও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানোরও ব্যবস্থা আছে।

এবার আসি ক্যামেরার কথায়। রিয়েলমি নারজো ৫০আই ফোনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা দেখা যাবে, যা ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এছাড়া, সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনের অংশে একটি এফ/২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা‌ উপস্থিত।

ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইনের আকর্ষণীয় Realme Narzo 50i ফোনটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো ওএস- এ চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারি।