Volswagen: মারুতি, স্কোডা, টাটাদের পথে হেঁটে ভারতে গাড়ির দাম বাড়াচ্ছে ফোক্সভাগেন

জার্মান অটোমোবাইল জায়ান্ট ফোক্সভাগেন (Volkswagen) Polo, Vento সহ তাদের মাঝারি আকারের এসইউভি Taigun এর দাম বৃদ্ধির কথা ঘোষণা করলো। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত মূল্য। উল্লেখ্য, এর আগে ভারতে Maruti Suzuki, Tata, Audi, Toyota সহ একাধিক সংস্থা নিজেদের গাড়ির মডেলের দাম বাড়িয়েছে। এবার সেই একই পথে হাঁটলো Volkswagen।

দেশের অন্যান্য গাড়ি কোম্পানির মত ফোক্সভাগেন (Volkswagen)-ও সেই কাঁচামাল এবং ইনপুট খরচ বৃদ্ধিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এর ফলে কয়েকটি মডেল এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী ২-৫ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে সংস্থাটি।

এই প্রসঙ্গে ফোক্সভাগেনের ভারতীয় শাখার ব্র্যান্ড ডিরেক্টর আশিষ গুপ্তা (Ashish Gupta) বলেছেন, “উল্লেখযোগ্য হারে ইনপুট এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে, আমরা আমাদের পণ্যগুলির মূল্য ২%-৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে গ্রাহকদের উপর এর প্রভাব ন্যূনতম স্তরে রাখা হয়েছে।” তিনি যোগ করেছেন, “বছরের পর বছর ধরে আমাদের প্রচেষ্টা, এই ব্র্যান্ডের পণ্য এবং পরিষেবাগুলোকে ক্রেতাদের আরো নাগালের মধ্যে পৌঁছে দেওয়া এবং ফোক্সওয়াগেন (Volkswagen)-কে আমাদের গ্রাহকদের মধ্যে পছন্দের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।”

বর্তমানে ফোক্সভাগেনের Tiguan ও Tiguan AllSpace সহ একাধিক গাড়ি দেশীয় বাজারে উপলব্ধ রয়েছে। এদিকে নতুন বছরের প্রথমার্ধেই সংস্থাটি একটি মাঝারি সাইজের সেডান গাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। যাকে ঘিরে মানুষের উৎসাহ রয়েছে তুঙ্গে। তবে সেমিকন্ডাকটরের অপ্রতুলতার সময়েও নতুন গাড়ি লঞ্চ করা বাস্তবেই একটি বড় চ্যালেঞ্জ সংস্থার কাছে।