iPhone 11 সবচেয়ে সস্তায় নিজের করুন, Flipkart ও Amazon আনল ধামাকা অফার

iPhone (আইফোন)-এর জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে আর বলার কিছুই নেই। নজরকাড়া স্পেসিফিকেশন এবং দুর্দান্ত ডিজাইনের এই মডেলগুলির চাহিদা দিন-কে-দিন ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু দাম একটু চড়া হওয়ায় সাধ থাকলেও অনেকেরই ডিভাইসগুলি পকেটস্থ করার সাধ্য থাকে না। তাই iPhone কেনার জন্য অনেক মানুষই বিভিন্ন ই-কমার্স সাইটগুলির দিকে অধীর অপেক্ষায় তাকিয়ে থাকেন, এবং কোনো সেলে দুর্দান্ত ছাড় পাওয়া গেলেই ঝটপট সেটি কিনে ফেলার জন্য প্রস্তুত হয়ে যান। আপনিও যদি সাশ্রয়ী মূল্যে একটি iPhone-এর সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর!

কারণ বর্তমানে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon)-এ iPhone 12, iPhone 12 mini, এবং iPhone 11 সহ বেশ কয়েকটি আইফোন মডেল বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। তবে এই প্রতিবেদনে আমরা মূলত আইফোন ১১ (iPhone 11) নিয়েই আলোচনা করব। উভয় ই-কমার্স প্ল্যাটফর্মেই ডিসকাউন্টের পাশাপাশি iPhone 11-এর ওপর এক্সচেঞ্জ অফার উপলব্ধ। আসুন জেনে নেই এখন কত কমে আপনি iPhone 11 কিনতে পারবেন।

Flipkart দিচ্ছে Apple iPhone 11-এর উপর দুর্দান্ত অফার

ফ্লিপকার্টে আইফোন ১১-এর কালো এবং লাল রঙের ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাটার বদলে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে ফোনটির ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টগুলি এখন ফ্লিপকার্টে উপলব্ধ নেই। ডিসকাউন্ট ছাড়াও ফ্লিপকার্ট এই ডিভাইসে ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

যেমন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডাররা আইফোন ১১-এ ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন। আবার যদি কেউ একটি পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে চান, তবে সেক্ষেত্রে ১৫,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

Amazon থেকে Apple iPhone 11 কিনুন সস্তায়

অ্যামাজনে লাল ও সবুজ রঙের আইফোন ১১-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৬২,৯০০ টাকায় কেনা যাবে। ছাড়ের পাশাপাশি, অ্যামাজন এই ফোনের ওপর এক্সচেঞ্জ অফার এবং ব্যাংক অফারও দিচ্ছে। এক্সচেঞ্জ অফারের সাহায্যে ক্রেতারা তাদের পুরোনো স্মার্টফোন বদলে আরও কমে আইফোন ১১ কেনার সুযোগ পাবেন। তবে গ্রাহকদের প্রথমে তাদের এলাকার পিনকোড এন্টার করতে হবে এবং অফারটির উপলব্ধতা চেক করতে হবে। ক্রেতারা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ১৪,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

এছাড়া, আপনি অ্যাক্সিস মাইলস অ্যান্ড মোর ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। অন্যদিকে, সিটি ইউনিয়ন ব্যাংক ডেবিট কার্ড মারফত ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার, এইচএসবিসি ক্যাশব্যাক কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে ৫ শতাংশ অফ মিলবে।