অপেক্ষার অবসান! Vivo X70, Vivo X70 Pro, এবং Vivo X70 Pro+ লঞ্চ হচ্ছে ৯ সেপ্টেম্বর

অপেক্ষার অবসান ঘটিয়ে বহু আকাঙ্খিত Vivo X70 সিরিজের লঞ্চের দিন ঘোষণা করল ভিভো। আগামী ৯ সেপ্টেম্বর চীনে স্থানীয় সময় সন্ধ্যে ৭.৩০টায় আত্মপ্রকাশ করবে Vivo X70 সিরিজের স্মার্টফোন। সাম্প্রতিক রিপোর্টের উপর ভিত্তি করে বলা যায়, এই সিরিজে থাকতে পারে মোট তিনটি স্মার্টফোন – Vivo X70, Vivo X70 Pro, এবং Vivo X70 Pro+। ডিজাইন প্রকাশ করার উদ্দেশ্যে অফিসিয়াল পোস্টে Vivo X70 Pro+ মডেলটির  একটি ছবিও দিয়েছে ভিভো।

অফিসিয়াল রেন্ডার অনুযায়ী, Vivo X70 Pro+ ব্ল্যাক ও অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ হবে। এছাড়া পূর্ববর্তী Vivo X60 Pro+ এর মতো আপকামিং এই ফোনে লেদার ব্যাক প্যানেল থাকবে বলে আশা করা যায়।

vivo x70 pro plus

Vivo X70, X70 Pro, ও X70 Pro+ স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে, ভিভো এক্স৭০ প্রো প্লাস স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। গুগল প্লে কনসোল লিস্টিং বলছে, ভিভো এক্স৭০ প্রো প্লাস ১২ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর-সহ আসবে। এছাড়া সার্টিফিকেশন সাইটের থেকে জানা গিয়েছে যে ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্য দিকে, রিপোর্ট বলছে যে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১০৮০ প্রসেসর, এবং ৪৪ হার্টজ ফাস্ট চার্জিং-সহ আসবে ভিভো এক্স৭০ ও এক্স৭০ প্রো।

এছাড়া ভিভোর নিজস্ব V1 আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর থাকবে X70 সিরিজের স্মার্টফোনে। যা এর ক্যামেরাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই ধারনা টেকমহলের।

Vivo X70, X70 Pro, ও X70 Pro+ এর দাম

লঞ্চের তারিখ নিশ্চিত করলেও ভিভো এখনও তাদের আসন্ন সিরিজের দামের বিষয়ে কিছু বলেনি। তবে আমাদের অনুমান Vivo X70 সিরিজের দাম ৪০,০০০ টাকা থেকে শুরু হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন