Nokia T20: স্মার্টফোনে উটকো অ্যাডে বিরক্তি? চিন্তা নেই, এই দিন ব্লটওয়্যার-ফ্রি ট্যাব আনছে নোকিয়া

নোকিয়া (Nokia) মোবাইল প্রস্তুতকারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) গত সপ্তাহে ঘোষণা করেছিল, তারা ৬ অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। টুইট মারফত এ কথা ফ্যানদের জানানো হয়েছিল। তবে সেই ইভেন্টে ঠিক কোন প্রোডাক্টের আত্মপ্রকাশ ঘটবে, সেই নিয়ে মুখ খোলেনি সংস্থা। যদিও সে দিন একটি ট্যাবলেট ডিভাইস লঞ্চ হবে বলে জল্পনা চলতে থাকে। গতকাল একটি টিজার পোস্টার শেয়ার করে এবার সরাসরি বাজারে ট্যাব নিয়ে আসার কথা জানাল নোকিয়া।

Nokia Tab এর টিজার প্রকাশ্যে

টুইটের ক্যাপাশনে সংস্থাটি লিখেছে, “একটি ট্যাবলেটে নোকিয়ার একটি ফোন থেকে আপনি যা প্রত্যাশা করেন।” যার উপর ভিত্তি করে বলা যায়, নোকিয়ার আপকামিং ট্যাব ব্লটওয়্যার ফ্রি স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করবে। নোকিয়ার অন্যান্য স্মার্টফোনের মতো এটি দু’বছর ধরে ওএস আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে ধরে নেওয়া পায়।

টুইটের সঙ্গে দেওয়া ছবিতে নোকিয়ার সেই ট্যাবের এক ঝলক দেখা গিয়েছে। নোকিয়া ডিভাইসটির শুধুমাত্র পাশের অংশ দেখিয়েছে। তাতে এর ফ্ল্যাট ফ্রেম ও রাউন্ডেড কর্নার দেখা যায়৷ ট্যাবলেটে ডার্ক গ্রে/ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে, তা ছাড়া এটি বেশ পাতলা বলেই মনে হচ্ছে।

প্রসঙ্গত, নোকিয়া কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে, ট্যাবলেটটি Nokia T20 নামে আত্মপ্রকাশ করবে। শোনা যাচ্ছে, এতে ১০.৩৬ ইঞ্চি ডিসপ্লে, ইউনিসক প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ও ১০ ওয়াট চার্জিংয়ের সুবিধা থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন