সেরা মাইলেজের প্রিমিয়াম বাইক, TVS, Royal Enfield এর এই সব মডেলগুলি দেখতে পারেন

বড় ইঞ্জিনের টু-হুইলারের প্রসঙ্গ এলে অনেকেই কম মাইলেজের বিষয়ে ভাবিত হন। প্রিমিয়াম মোটরসাইকেলের সাথে এহেন বদ্ধমূল ধারণা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তবে ভারতের বাজারে ৩-৪ লক্ষ টাকা মূল্যের এমন পারফরম্যান্সের বাইক রয়েছে, যেগুলি মাইলেজের দিক থেকে ক্রেতাদের অতি পছন্দের। অন্যান্য মডেলকে যারা এক তুরিতেই রাস্তা দেখায়। এই প্রতিবেদনে এমনই পাঁচটি সেরা প্রিমিয়াম বাইক সম্পর্কে আলোচনা করা হল।

TVS Apache RR 310

TVS Apache RR 310 হচ্ছে সংস্থার ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক। এটি BMW Motrrad-এর G 310 R এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এসেছে। ১ লিটার জ্বালানিতে মোটরসাইকেলটি ৩৩.১ কিলোমিটার পথ ছোটে। মোটরসাইকেলটির দাম ২,৭২,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Royal Enfield Super Meteor 650

রয়্যাল এনফিল্ডের সদ্য লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650-এর বর্তমান বাজার মূল্য ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই দামে প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন চালিত প্রিমিয়াম ক্রুজারের সবচেয়ে সস্তার মডেল হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে মোটরসাইকেলটি। ইঞ্জিনের আউটপুট ৪৬.৩ বিএইচপি এবং ৫২.৩ এনএম টর্ক। ২৪১ কেজি কার্ব ওয়েট যুক্ত Super Meteor 650 এক লিটার পেট্রোলে ২৫ কিলোমিটার মাইলেজ প্রদান করে বলে দাবি সংস্থার।

Royal Enfield Interceptor 650

Royal Enfield Interceptor 650-এর পরীক্ষিত মাইলেজ ২৫ কিলোমিটার/লিটার। যদিও বাইকটির কার্বওয়েট ২১৮ কেজি। ওজন কম হওয়ার কারণে জ্বালানি খরচ কম পড়ে। বাস্তবে দেখা গিয়েছে Interceptor 650-এর মাইলেজ Super Meteor 650-এর চাইতে বেশি।

BMW G 310 R

G 310 R ভারতে BMW-এর রোডস্টার রেঞ্জের সবচেয়ে সস্তার মোটরসাইকেল হিসেবে এসেছে। BMW G 310 R-এর দাম ২.৮০ লক্ষ টাকা থেকে শুরু। ১ লিটার জ্বালানিতে মোটরসাইকেলটি ৩০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

KTM Duke 390

KTM Duke 390 ভারতীয় গ্রাহকদের কাছে একটি ভালো পারফরম্যান্স প্রদানকারী মোটরসাইকেল হিসেবে পরিচিত। এতে উপস্থিত একটি ৩৭৩.২৭ সিসি ইঞ্জিন। যার আউটপুট ৪২.৯ বিএইচপি এবং ৩৭ এনএম টর্ক। নেকেড স্ট্রিট ফাইটার মোটরসাইকেলটির ফিচারের তালিকায় উপস্থিত সুপার মোটো এবিএস, ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি। এক লিটার পেট্রোলে মোটরসাইকেলটি ২৫.৭ কিলোমিটার রাস্তা ছোটে বলে দাবি সংস্থার। বাইকটির বর্তমান বাজার মূল্য ২,৯৬,৩২০ টাকা (এক্স-শোরুম)।