পাওয়ারফুল ব্যাটারি ও বড় ডিসপ্লে সহ বাজারে আগমন ঘটছে Vivo V2068A এর

চীনা স্মার্টফোন কোম্পানি Vivo ইতিমধ্যেই লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ X60। এছাড়াও তারা মিড রেঞ্জে কয়েকটি 5G স্মার্টফোনও বাজারে এনেছে। বলতে দ্বিধা নেই কোম্পানিটি আরও কয়েকটি 5G স্মার্টফোন আগামী কয়েক মাসে লঞ্চ করবে। যারমধ্যে একটি ফোনের মডেল নম্বর হবে V2068A। সম্প্রতি ভিভো-র এই ফোনটিকে চীনের TENAA সার্টিফিকেশনে ছবি ও স্পেসিফিকেশন সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এই মডেল নম্বরকে 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল।

TENAA সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এই ফোনে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে থাকবে। আবার ফোনটির আসল ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪,৯১০ এমএএইচ, যেটি কোম্পানি ৫,০০০ এমএএইচ ব্যাটারি বলেই মার্কেটিং করবে। আবার Vivo V2068A ফোনের ডাইমেনশন হবে ১৬৪.১৫ x ৭৫.৩৫ x ৮.৫ মিমি।

এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত এই একই স্পেসিফিকেশন আমরা Vivo Y31s 5G (V2054A), Vivo Y52s 5G (V2057A),এবং iQOO U3 5G (V2061A) ফোনেও দেখছিলাম।

TENAA তে দেখতে পাওয়া Vivo V2068A এর সামনের ও পিছনের ডিজাইন অনেকটাই Vivo Y31s 5G, Vivo Y52s 5G, এবং iQOO U3 5G মতন। Vivo V2068A ফোনটিরও সামনে ছোট নচ উপস্থিত। আবার পিছনে আছে বর্গাকার ক্যামেরা সেটআপ। যার মধ্যে উপরিভাগে বড় একটি সেন্সর এবং নিচে একটি সেন্সর ও এলইডি ফ্লাশ বর্তমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন