৬ হাজার টাকা ছাড়, OnePlus এর দুর্দান্ত ক্যামেরার 5G ফোন সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে

আপনি কি হালফিলে কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি মিড-রেঞ্জের স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। আসলে সাম্প্রতিককালে চলমান Amazon Great Indian Festival Sale-এ আপনি OnePlus 10R 5G হ্যান্ডসেটটি বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ পাবেন। উল্লেখ্য, উৎসবের মরশুম উপলক্ষে আয়োজিত এই সেলটি গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই Amazon-এর এই বিক্রয়পর্বে বিভিন্ন স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, কম্পিউটার পেরিফেরালসহ আরও অজস্র প্রোডাক্ট অতিশয় সস্তায় কিনতে সক্ষম হয়েছেন ক্রেতারা। তবে নিজের পছন্দমতো মিড-রেঞ্জের কোনো ভালো 5G স্মার্টফোন যারা এখনও পকেটস্থ করে উঠতে পারেননি, তারা আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে অনায়াসে Amazon থেকে OnePlus-এর এই ধামাকাদার ফোনটি কিনে ফেলতে পারেন। চলুন, চলতি Amazon Great Indian Festival Sale-এ OnePlus 10R 5G স্মার্টফোনটির দাম এবং সেইসাথে ডিভাইসটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Amazon Great Indian Festival Sale-এ ৬,০০০ টাকা অগ্রিম ছাড়ে কিনে নিন OnePlus 10R 5G

চলতি সেলে ১৫% ছাড়ের সুবাদে গ্রাহকরা ওয়ানপ্লাস ১০আর ৫জি-এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ৩৮,৯৯৯ টাকার বদলে ৩২,৯৯৯ টাকার কিনতে পারবেন। অর্থাৎ, বর্তমানে সরাসরি ৬,০০০ টাকা ছাড়ে ক্রেতাদের এই মডেলটি কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। তদুপরি, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড মারফত এই স্মার্টফোনটি কিনলে আরও ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে ফোনটির দাম কমে দাঁড়াবে ৩০,৯৯৯ টাকা। উপরন্তু, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ২৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে।

OnePlus 10R 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডুয়াল সিম সাপোর্টসহ আসা ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ (Oxygen OS 12.1)-এ কাজ করে। ফোনটি হাইপারবুস্ট গেম ফ্রেম স্টেবিলাইজেশন ইঞ্জিন সহ এসেছে, যা ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স (MediaTek Dimensity 8100 Max) প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, OnePlus 10R 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus-এর এই হ্যান্ডসেটটি ডুয়াল স্টিরিও স্পিকার সহ এসেছে, যা নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে। এছাড়া, সিকিউরিটি ফিচার হিসেবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।