WhatsApp এর ওপর চাপ বাড়ালো Telegram, আনলো একগুচ্ছ নতুন ফিচার

মেসেজিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তার নিরিখে সবার শীর্ষে থাকা WhatsApp যখন সাম্প্রতিক সময়ে তাদের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে খানিকটা বেকায়দায় রয়েছে, ঠিক তখনই নতুন নতুন ফিচার এনে জনপ্রিয়তা বাড়াতে চাইছে Telegram! এই মুহূর্তে বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মটির এদেশে ১২০ মিলিয়নের কাছাকাছি অ্যাক্টিভ ইউজারও রয়েছে। সেক্ষেত্রে পুরনো ইউজারদের খুশি রাখতে এবং নতুন ইউজারদের আকৃষ্ট করতে, Telegram ফের একটি নতুন আপডেট নিয়ে এলো। এই নতুন আপডেটের পর, Telegram এর অ্যান্ড্রয়েড বা আইওএস ইউজাররা অটো ডিলিট মেসেজ (Auto Delete Message), হোম স্ক্রীন উইজেট (Home Screen Widget), এক্সপায়ারিং ইনভাইট লিঙ্ক (Expiring Invite Link) সহ একাধিক নতুন ফিচার উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে। আসুন টেলিগ্রামের এই নতুন ফিচারগুলির সুবিধা জেনে নিই।

টেলিগ্রাম (Telegram)-এর অফিশিয়াল ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন অটো-ডিলিট মেসেজ ফিচারটির সাহায্যে মেসেজ পাঠানোর সময় টাইমার সেট করা যাবে, যাতে ২৪ ঘন্টা বা সাত দিন পরে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাডমিন এই টাইমার সেট করতে পারবেন বা টাইমারের সময়সীমা বদলাতে পারবেন। অ্যান্ড্রয়েডের ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে কোনো চ্যাটের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করে ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশন সিলেক্ট করুন এবং নির্দিষ্ট টাইম ফ্রেম সেট করুন। আইওএস প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই ফিচারটি ব্যবহারের জন্য কোনো একটি মেসেজ ট্যাপ করে ধরে রাখুন এবং সিলেক্ট অপশনটি বেছে নিন। এরপরে চ্যাটের উপরের বাম দিকে ক্লিয়ার চ্যাট অপশনে ক্লিক করে অটো ডিলিট অপশনটি এনাবেল করলেই কেল্লাফতে!

অন্যদিকে, নতুন হোম স্ক্রীন উইজেটের সাহায্যে টেলিগ্রামের সাম্প্রতিক মেসেজগুলির প্রিভিউ অথবা কোনো কন্ট্যাক্টের নাম ও প্রোফাইল পিকচার দেখা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে, এই উইজেটটিকে ইচ্ছেমত বাড়ানো যাবে এবং এটি সর্বদা আপ টু ডেট থাকবে। তবে, আইওএস প্ল্যাটফর্মে কিছু সীমাবদ্ধতা থাকায় ডিভাইসগুলিতে উইজেটটি সবসময় রিফ্রেশ হবে না।

এছাড়াও, নতুন আপডেটের এক্সপায়ারিং গ্রুপ ইনভাইটেশন লিঙ্ক সিস্টেম ফিচারটির মাধ্যমে ২ লাখের বেশি সদস্য যুক্ত গ্রুপগুলি ব্রডকাস্ট গ্রুপে পরিণত হবে, যার ফলে ওই গ্রুপে কোনো মেম্বার লিমিট থাকবে না। তবে এক্ষেত্রে শুধু মাত্র গ্রুপ অ্যাডমিনরাই কেবল মেসেজ পাঠাতে পারবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, গত মাসে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আপডেটে চ্যাট ইম্পোর্ট ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে ইম্পোর্টেড চ্যাটগুলি তারিখ অনুসারে বাছাই করে রাখা যায়। এছাড়া জুড়েছে নির্দিষ্ট মেসেজ অপশন এবং মজাদার কিছু নতুন অ্যানিমেটেড ইমোজিও। এদিকে সম্প্রতি একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে গত মাসে সারা বিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের শিরোপা পেয়েছে টেলিগ্রাম। সেক্ষেত্রে উক্ত নতুন ফিচারগুলি, মেসেজিং প্ল্যাটফর্মটিকে যে আরো জনপ্রিয়তা এনে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না!

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন