ব্যক্তিগত ডেটা থাকবে আরও সুরক্ষিত, ব্যাকআপ ডেটার জন্য WhatsApp আনছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের (Whatsapp) এন্ড-টু-এন্ড এনক্রিপশন পলিসির কথা আমরা সকলেই জানি। চ্যাটিংয়ের ক্ষেত্রে এই সুবিধা আমাদের বেআইনিভাবে তথ্য হস্তান্তরের দুর্ভাবনা থেকে মুক্ত করে। কিন্তু ক্লাউড প্ল্যাটফর্মে ব্যাকআপ করা ডেটার প্রসঙ্গ উঠলে পরিস্থিতি বদলে যায়। কেননা তখন আমরা পূর্বোক্ত ফিচারের উপস্থিতি দেখতে পাইনা। ফলে গুগল ড্রাইভ (Google Drive) বা আইক্লাউডে (iCloud) সঞ্চিত ব্যাকআপ-ডেটা নিরাপত্তায় কিছুটা ফাঁক থেকে যায়। তবে হোয়াটসঅ্যাপের ঐকান্তিক প্রচেষ্টার ফলে খুব তাড়াতাড়ি এই দুর্বলতা দূর হতে পারে বলে জানা গিয়েছে।

WhatsApp আনছে iOS ডেটা ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন

আসলে ব্যাকআপ করা ডেটাকে সর্বোচ্চ সুরক্ষা প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাপ্লিকেশনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার সংযোজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডের নতুন বিটা সংস্করণে তারা ফিচারটি পরীক্ষা করে দেখছে। তবে আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য এই ফিচার আরো আগে উপলব্ধ হতে পারে।

আসলে Whatsapp সংক্রান্ত সমস্ত সংবাদের বিশ্বস্ত উৎস WABetainfo তাদের সাম্প্রতিক টুইটে একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ ফিচার সক্রিয় করার একটি বিকল্প চোখে পড়ছে, যা আইক্লাউডে সঞ্চিত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে বাড়তি নিরাপত্তা জোগাবে। ফলে Apple ব্যবহারকারীরা যে খুব তাড়াতাড়ি ফিচারটির সুফল উপভোগ করতে পারবেন, সেটা অনুমান করা যায়।

সুতরাং ব্যাকআপ করা ডেটাকে নিরাপত্তা দিতে Whatsapp এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারের আবির্ভাব এখন কিছু সময়ের অপেক্ষা। ফিচারটি সংযুক্তির ক্ষেত্রে Whatsapp কর্তৃপক্ষ একেবারে সেরা সময় বেছে নিয়েছেন বলে অনেকের দাবী। কারণ শিশুদের যৌন নিপীড়নমূলক উপাদানের (Child Sexual Abusive Material বা CSAM) প্রসার রুখতে Apple সম্প্রতি তাদের চিন্তাভাবনা ব্যক্ত করেছে। এক্ষেত্রে তারা নিউরালহ্যাশ প্রযুক্তির সহায়তায় উপরোক্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে আগ্রহী। এভাবে আইক্লাউডে আপলোড করা সমস্ত ছবি স্ক্যান করে সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে শিশু যৌন নিগ্রহের প্রসারে বাধা তৈরী করতে চাইছে।

উদ্দেশ্য মহৎ হলেও, আইক্লাউডে সঞ্চিত অসংখ্য ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের উপর খবরদারির এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। প্রযুক্তিপ্রেমীদের একাংশ অ্যাপলের নিউরালহ্যাশ প্রযুক্তির বিরুদ্ধতা করেছেন। ঠিক এরকম পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপের মতো ফিচার নিয়ে আসতে চলেছে। অ্যাপলের সাম্প্রতিক সমস্ত নীতির সঙ্গে যে তারা যে পুরোপুরি সহমত নয়, সেটাও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে তারা যে দায়বদ্ধ, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের কর্তারা বারবার সেই বিষয়টিই মনে করিয়ে দিতে চেয়েছেন।

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ ফিচার উপলব্ধ হলে গুগল ড্রাইভ এবং আইক্লাউডে সঞ্চিত ব্যবহারকারী চ্যাট ও মিডিয়া সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ডেটা অ্যাক্সেস বা উদ্ধারের জন্য তারা একটি পাসওয়ার্ড বা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি (Encryption Key) তৈরী করতে পারবেন। সেই পাসওয়ার্ড বা এনক্রিপশন কি হারিয়ে গেলে ব্যবহারকারী কোনমতেই তার তথ্য উদ্ধার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন