Ram Mandir: উদ্বোধনের আগেই অযোধ্যা রামমন্দির নিয়ে Scam শুরু, এই মেসেজ পেলে সাবধান!

এবার অযোধ্যা মন্দিরের ২২শে জানুয়ারির অনুষ্ঠানকে নিয়ে স্ক্যামাররা WhatsApp-এ ভুয়ো মেসেজ ছড়িয়ে দিচ্ছে।

Ayodhya Ram Mandir Scam Alert: এই মুহূর্তে প্রায় গোটা দেশের মানুষ অযোধ্যার রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান নিয়ে আবেগে ভাসছেন – সেলিব্রিটি থেকে শুরু করে জনসাধারণ, বিশেষত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই নিয়ে চর্চার শেষ নেই। এদিকে মোদী সরকার, রামনগরী অযোধ্যাকে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে গড়ে তুলতে নানাবিধ প্রস্তুতি নিচ্ছে। আকর্ষণ বাড়ানোর মন্দির উদ্বোধনের আগে এখন জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ। কিন্তু এই বিশেষ দিনটি এসে পড়ার আগে, এটিকে হাতিয়ার করেই প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে মনে হচ্ছে! আসলে আজকের সময়ে ভারতের সাইবার জালিয়াতি কোন নতুন বিষয় নয়, কিন্তু এবার অযোধ্যা মন্দিরের ২২শে জানুয়ারির অনুষ্ঠানকে নিয়ে স্ক্যামাররা ইন্টারনেট ইউজারদের ডেটা চুরি এবং টাকা হাতানোর চেষ্টা করছে। দেখা যাচ্ছে যে, রামমন্দিরে বিনামূল্যে VIP এন্ট্রির প্রতিশ্রুতি দিয়ে সাইবার অপরাধীরা WhatsApp-এ ভুয়ো মেসেজ ছড়িয়ে দিচ্ছে।

WhatsApp-এ রামমন্দিরের নামে ছড়াচ্ছে এই জালিয়াতির মেসেজ

হোয়াটসঅ্যাপে যে স্ক্যাম মেসেজ সম্প্রতি ভাইরাল হয়েছে, সেগুলিতে ‘রাম জন্মভূমি গৃহসম্পর্ক অভিযান’ (Ram Janmabhoomi Grihsampark Abhiyan.apk) নামে একটি এপিকে (APK) বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ফাইল লিঙ্কড থাকছে। এর সাথে আরও একটি মেসেজ আসছে যা ভিআইপি পাসের জন্য ওই এপিকে ফাইল দিয়ে একটি অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিচ্ছে। শুধু তাই নয়, এই মেসেজগুলিতে ‘জয় শ্রী রাম’ কথাটিও লেখা থাকছে।

সেক্ষেত্রে বলে রাখি, এই ধরণের মেসেজে কোনোমতেই বিশ্বাস করবেননা। আদতে এভাবে যারা মন্দির উদ্বোধন বা প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগ্রহী, তাদের বোকা বানানোর চেষ্টা চলছে। এইসব মেসেজের মাধ্যমে ডেটা চুরি করার জন্য বা স্মার্টফোনে বিপজ্জনক ফাইল, ম্যালওয়্যার বা অ্যাপ ইনস্টল করার উদ্দেশ্য নিয়েছে জালিয়াতরা।
এর মাধ্যমে তারা সহজেই জনসাধারণের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিতে পারে।

কীভাবে এই অনলাইন স্ক্যাম থেকে সতর্ক থাকবেন?

মনে রাখবেন যে ২২শে জানুয়ারির অনুষ্ঠানে শুধুমাত্র রাম মন্দির ট্রাস্ট বা সরকারের তরফে আমন্ত্রণের মাধ্যমে এন্ট্রি-প্রবেশ সম্ভব। তাই এমন সন্দেহজনক অজানা ফাইল বা অ্যাপ ডাউনলোড করবেন না। আর এই জাতীয় উদ্বোধনের খবরের জন্য কোনো নির্ভরযোগ্য সূত্র বা অফিসিয়াল চ্যানেলের ওপর নজর রাখুন।