NPCI এর সাথে হাত মিলিয়ে এবার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড আনলো SBI

এবার, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সাথে হাত মেলালো দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এই দুই দেশীয় সংস্থার পরিকল্পনায় যোগ দিয়েছে জাপানের জনপ্রিয় পেমেন্ট ব্র্যান্ড জেসিবি (JCB) ইন্টারন্যাশনাল। গতকাল অর্থাৎ মঙ্গলবার, এই সংস্থা তিনটি সম্মিলিতভাবে ‘SBI RuPay JCB Platinum Contactless Debit Card’ চালু করার ঘোষণা করেছে। এই কার্ডে একটি বিশেষ ডুয়াল-ইন্টারফেস ফিচার রয়েছে, যার সাহায্যে গ্রাহকরা দেশীয় বাজারের পাশাপাশি ট্রানজাকশন করতে পারবেন বৈদেশিক বাজারেও।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গ্রাহকরা দেশীয় বাজারে এই কার্ডটির মাধ্যমে যোগাযোগ এবং যোগাযোগবিহীন (কন্ট্যাক্টলেস) উভয়রকম লেনদেনই করতে পারবেন। অন্যদিকে, বিদেশের মাটিতে বিরামবিহীন ভাবে করা যাবে উইথ কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগ যুক্ত ট্রানজাকশন। এছাড়া এই কার্ডের সাহায্যে গ্রাহকরা জেসিবি নেটওয়ার্কের অধীনে ATM (অটোমেটিক টেলার মেশিন) এবং POS (পয়েন্ট অফ সেল) টার্মিনালগুলিতে লেনদেন করতে পারবেন। আবার কার্ডটি ব্যবহার করে, জেসিবির অংশীদার কিছু আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনলাইনে কেনাকাটা করা যাবে।

রিপোর্ট অনুযায়ী, এই নতুন কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটিতে একটি অতিরিক্ত পেমেন্ট মোড রয়েছে, যার সাহায্যে এটি রুপে (RuPay) অফলাইন ওয়ালেট-বেসড ট্রানজাকশন সাপোর্ট করে। গ্রাহকরা এটির মাধ্যমে অফলাইনে ওয়ালেট লোড করতে এবং ভারতীয় পরিবহণগুলিতে (বাস এবং মেট্রো) বা রিটেল (মার্চেন্ট) পেমেন্ট করতে সক্ষম হবেন।

এই বিষয়ে এসবিআই-এর চিফ জেনারেল ম্যানেজার বিদ্যা কৃষ্ণন বলেছেন যে, এই কার্ডের নতুন ট্যাপ এবং পে প্রযুক্তি – নিরাপদ এবং দ্রুত কন্ট্যাক্টলেস ট্রানজাকশনের সুবিধা দেবে, ফলে গ্রাহকদের নিত্যদিনের ট্রানজাকশন আরো সহজ হয়ে উঠবে। অন্যদিকে, গ্রাহকরা যে এই কার্ডটি বেশ উপভোগ করবেন সেই বিষয়ে যথেষ্ঠ আশাবাদী জেসিবি ইন্টারন্যাশনাল কোম্পানির প্রেসিডেন্ট এবং সিওও ইয়োশিকি কানেকো।

একটি বিবৃতিতে NPCI-এর সিওও প্রভীনা রাই জানিয়েছেন, এসবিআই রুপে জেসিবি প্ল্যাটিনাম কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটি ব্যবহার করা যাবে বিশ্বের কয়েক মিলিয়ন লোকেশনে। অতিরিক্তভাবে, গ্রাহকরা ব্যাংকক বা থাইল্যান্ডের মত অঞ্চলে অবস্থিত জেসিবি প্লাজা লঞ্জগুলিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। প্রভীনার মতে, এসবিআই এবং জেসিবির সহযোগিতায় তৈরি এই নতুন কার্ডের মারফতে কার্ডহোল্ডাররা বেশ কিছু নতুন সুবিধা ও পরিষেবা পাবেনই, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতের ব্যবসায়িক নেটওয়ার্ক আরো শক্তিশালী হয়ে উঠবে।