৪৩ ইঞ্চি টিভির দাম ২৭ হাজার টাকা, ভারতে লঞ্চ হল iFFALCON K61 4K UHD

অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল iFFALCON ব্র্যান্ডের নতুন টিভি K61 4K UHD। জনপ্রিয় মাল্টিন্যাশনাল কোম্পানি TCL পরিচালিত
এই ব্র্যান্ডটি আজ থেকে প্রায় দুই মাস আগে এই টিভিটির ঘোষণা করে। এটির স্লিম ডিজাইন, 4K পিকচার কোয়ালিটি এবং ডলবি অডিও প্রযুক্তির মত কিছু ফিচার সহজেই ভারতীয় গ্রাহকদের আকর্ষিত করবে বলেই আশা করা হচ্ছে। এখন আসুন, iFFALCON K61 4K UHD টিভিটির ফিচার, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

iFFALCON K61 4K UHD টিভির স্পেসিফিকেশন

প্রথমেই বলে রাখি, TCL iFFALCON K61 4K UHD লাইনআপের সমস্ত মডেলে 4K কোয়ালিটির (৩,৮৪০×২,১৬০ পিক্সেল) ডিসপ্লে রেজোলিউশনের সুবিধা রয়েছে। এই টিভিগুলির ডিসপ্লে 4K আপসেলিং সমর্থন করে, অর্থাৎ এগুলি আল্ট্রা এইচডি রেজোলিউশনে নন-4K কন্টেন্ট স্কেল করতে পারে। এই টিভিগুলির ডিসপ্লে – মাইক্রো ডিমিং (ব্রাইটনেস/কনট্রাস্ট বিশ্লেষণের জন্য ৫১২টি মোড) এবং HDR 10 প্রযুক্তি সমর্থন করে।

এছাড়া, টিভিগুলি অ্যামলজিক (Amlogic) ৬৪-বিট কোয়াড কোর সিপিইউ দ্বারা চালিত হয়। মেমরির কথা বললে, K61 4K UHD টিভিগুলিতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ থাকবে। সাউন্ড আউটপুটের জন্য এগুলিতে দুটি ১২ ওয়াটের স্পিকার রয়েছে। এছাড়াও আছে ডলবি অডিও এবং ডিটিএসের মত সাউন্ড টেকনোলজিও।

শুধু তাই নয়, টিভিগুলি অ্যান্ড্রয়েড ৯ অর্থাৎ পাই অপারেটিং সিস্টেমে চলে। ফলে, ইউজাররা টিভিগুলিতে গুগল প্লে স্টোর অ্যাক্সেস করতে পারবেন এবং নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও ইত্যাদি ৫,০০০টি অ্যাপ ডাউনলোড করতে সক্ষম হবেন। অন্যান্য ফিচারের কথা বললে, টিভিগুলিতে AI-X-IoT অর্থাৎ সংস্থার নিজস্ব IoT (ইন্টারনেট অফ থিংস) ইকোসিস্টেম, হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোল, গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্ট, ডায়নামিক কালার এনহ্যান্সমেন্ট এবং ফ্রিকোয়েন্সি কমপেনশেসনের মত একাধিক সুবিধাজনক ফিচার উপভোগ করা যাবে।

iFFALCON K61 4K UHD টিভির দাম এবং লভ্যতা

iFFALCON-এর এই টিভিগুলি তিনটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। এক্ষেত্রে ৪৩ ইঞ্চি টিভিটি কিনতে চাইলে দাম পড়বে ২৬,৯৯৯ টাকা। আবার ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি টিভিদুটি কিনতে হলে যথাক্রমে ৩০,৪৯৯ টাকা এবং ৩৬,৪৯৯ টাকা ব্যয় করতে হবে।
এই টিভিগুলি ইতিমধ্যেই ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে বিক্রয়ের জন্য উপলব্ধ রয়েছে। তবে সেখানে এগুলির দামের কিছু হেরফের লক্ষ্য করা গেছে।

তবে জানিয়ে রাখি, এই টিভিগুলি কিনলে ফ্লিপকার্ট কিছু বিশেষ অফার দিচ্ছে। এক্ষেত্রে, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট ব্যবহার করে পেমেন্ট করলে বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ে টিভিগুলি কিনলে মিলবে ১,৭৫০ টাকার তাৎক্ষণিক ছাড়।