Samsung আনল ৪৫ থেকে ৭৫ ইঞ্চি স্মার্ট টিভি, কিনলেই বিনামূল্যে পাবেন Galaxy স্মার্টফোন

Samsung চলতি বছরের শুরুতে The Sero, The Serif, Micro LED TV এবং Neo QLED TV সহ বেশ কয়েকটি নতুন স্মার্ট টিভি চালু করেছিল। পাশাপাশি, সংস্থাটি তাদের লাইফস্টাইল টিভি ‘The Frame’ -এর ২০২২ সংস্করণও চালু করেছিল এই বছরই। আর এখন, গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশের প্রায় নয় মাস পর Samsung ভারতীয় গ্রাহক-বেসের জন্য তাদের এই লেটেস্ট টিভি রেঞ্জ The Frame -কে উপলব্ধ করলো। আলোচ্য মডেলটি ৭৫-ইঞ্চি পর্যন্ত ৫টি ভিন্ন ডিসপ্লে সাইজ সহ এসেছে, যা ১০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি স্যামসাংয়ের নিজস্ব কোয়ান্টাম প্রসেসর ৪কে সহ এসেছে। আলোচ্য টেলিভিশনে – ৪০ ওয়াটের স্পিকার সিস্টেম, একাধিক মোড তথা সেন্সর, গুগল, বিক্সবি এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্টেন্টের সুবিধা পাওয়া যাবে। এছাড়া, এতে একটি ইন-বিল্ট আর্ট স্টোরেজ আছে, যা ব্যবহারকারীদের লাইব্রেরিতে থাকা আর্ট পিসগুলির থেকে বাছাই করে নিজেস্ব একটি ‘আর্ট কালেকশন’ বা শিল্প সংগ্রহ তৈরী করতে দেয়৷ সর্বোপরি, ‘ফার্স্ট সেল’ অফার হিসাবে আলোচ্য টিভির সাথে প্রায় ২১,৫০০ টাকা পর্যন্ত মূল্যের একটি A-সিরিজ স্মার্টফোন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথাও ঘোষণা করেছে Samsung। চলুন Samsung The Frame TV -এর দাম, প্রাপ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…

ভারতে স্যামসাং দ্য ফ্রেম টিভি -এর দাম ও লভ্যতা (Samsung The Frame TV Price & Availability in India)

দ্য ফ্রেম টিভির নতুন সংস্করণটি মোট ৫টি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে এসেছে। যার মধ্যে ৪৩-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টকে পাওয়া যাচ্ছে ৬১,৯৯০ টাকায়। ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে অপশনের দাম যথাক্রমে ৭৩,৯৯০ টাকা, ৯১,৯৯০ টাকা ও ১,২৭,৯৭০ টাকা রাখা হয়েছে। আর ৭৫-ইঞ্চি ডিসপ্লে যুক্ত টপ-মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২,৯৯,৯৯০ টাকা। আলোচ্য প্রত্যেকটি ভ্যারিয়েন্টকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট (Samsung.com), ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) এবং দেশের শীর্ষস্থানীয় রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে৷

অফারের কথা বললে, যেসকল আগ্রহীরা ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোর বা স্যামসাং শপের মাধ্যমে দ্য ফ্রেম টিভি কিনবেন, তাদের ২০% পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। প্রত্যেক গ্রাহকেরা নতুন ফ্রেম টিভি মডেলের সাথে ৭,৬৯০ টাকা পর্যন্ত দামের একটি ডিজাইনড বেজেল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ৭৫-ইঞ্চি মডেলের সঙ্গে ২১,৪৯০ টাকা দামের Samsung Galaxy A32 এবং ৬৫-ইঞ্চি মডেল কিনলে সাথে ৯,৪৯৯ টাকা দামের Samsung Galaxy A03 স্মার্টফোন নিখরচায় পকেটস্থ করতে পারবেন আপনারা।

স্যামসাং দ্য ফ্রেম টিভি -এর স্পেসিফিকেশন (Samsung The Frame TV Specifications)

স্যামসাং দ্য ফ্রেম স্মার্টটিভি ৪৩-ইঞ্চি, ৫০-ইঞ্চি, ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি এবং ৭৫-ইঞ্চি সাইজের QLED ডিসপ্লে সহ এসেছে, যা ৩,৮৪০x২,১৬০ পিক্সেল রেজোলিউশন এবং ১০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। আর এই ডিসপ্লেটি ম্যাট হওয়ায়, বাহ্যিক লাইট স্ক্রিনে ‘রিফ্লেক্ট’ বা প্রতিফলিত হবে না। এতে স্যামসাংয়ের নিজস্ব কোয়ান্টাম প্রসেসর ৪কে (4K) ব্যবহার করা হয়েছে, যা ৩,৫০০ পিকচার কোয়ালিটি ইনডেক্স, HDR10+ অ্যাডাপ্টিভ ও HDR10+ গেমিং সার্টিফিকেশন, সুপ্রিম UHD ডিমিং, মোশন অ্যাক্সিলারেটর টার্বো+ প্রযুক্তির সমন্বয়ে আরো উন্নত গুণমানযুক্ত ছবি অফারে সহায়তা করে।

অডিও ফ্রন্টের কথা বললে, Samsung The Frame টিভি ডলবি অ্যাটমস, অ্যাডাপটিভ সাউন্ড+ এবং ডলবি ডিজিটাল প্লাস MS12 5.1ch সমর্থিত একটি ৪০ ওয়াটের ২.০.২ চ্যানেল স্পিকার সহ এসেছে। এটি স্যামসাংয়ের নিজস্ব টাইজেন (Tizen) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্মার্ট ফিচার হিসাবে এতে, একটি অন্তর্নির্মিত গুগল অ্যাসিস্টেন্ট পাওয়া যাবে এবং একই সাথে এই মডেল বিক্সবি (Bixby) এবং অ্যালেক্সা (Alexa) ভয়েস টেকনোলজিও সমর্থন করে।

এছাড়া উক্ত টেলিভিশনে একটি মোশন সেন্সর রয়েছে, যা ব্যবহারকারীরা যখন তাদের নির্বাচিত ‘আর্ট ওয়ার্ক’ প্রদর্শনের জন্য ঘরের মধ্যে বিদ্যমান থাকবেন তখন স্বয়ংক্রিয়ভাবে টিভি চালু রাখবে এবং ঘর থেকে বেরিয়ে গেলে এনাৰ্জি সঞ্চয়ের জন্য আপনা থেকে টিভি বন্ধ করে দেবে। আবার এতে একটি ব্রাইটনেস সেন্সর রয়েছে, যা পরিবেষ্টিত আলো সনাক্ত করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রীনের ব্রাইটনেস এবং কালার টোন সামঞ্জস্য করে। আর এমনটা করার দরুন স্ক্রিনে প্রদর্শিত আর্ট ওয়ার্কের প্রকৃত রং ও চেহারা যথাযথ থাকে।

স্যামসাং দ্য ফ্রেম টিভিতে ‘আইকমফোর্ট’ নামের আরেকটি মোডও রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ইন-বিল্ট লাইট সেন্সর এবং সূর্যাস্ত/সূর্যোদয়ের তথ্যের উপর ভিত্তি করে স্ক্রিনের ব্রাইটনেস এবং টোন অ্যাডজাস্ট বা সমন্বয় করে বলে জানিয়েছে স্যামসাং। অন্যদিকে, আলোচ্য মডেলে ‘অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড’ বৈশিষ্ট্য বর্তমান আছে, যা টিভির সমস্ত কোণ থেকে সাউন্ড ট্র্যাক করতে সক্ষম। Samsung The Frame টিভির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হল এটি ‘স্পোর্টস আর্ট’ মোড সহ এসেছে, যা টিভিকে একটি মনোরঞ্জনের বোকা বাক্স থেকে ‘আর্ট’ ক্যানভাসে পরিণত করে।