ভারতীয় স্মার্টফোন মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে চীনা সংস্থারা, শীর্ষে এখনও Xiaomi

২০২২ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ প্রথম কোয়ার্টারে স্মার্টফোন শিপমেন্টের ইয়ার-অন-ইয়ার (YoY) গ্রোথ ১% হ্রাস পেয়েছে বলে দাবি করেছে মার্কেট রিসার্চার ফার্ম, কাউন্টারপয়েন্ট। মূলত কম্পোনেন্টের ঘাটতি এবং হ্রাসপ্রাপ্ত চাহিদার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের চালান ৩৮ মিলিয়ন ইউনিটে নেমে এসেছে। ফার্মটির মার্কেট মনিটর সার্ভিসের লেটেস্ট রিপোর্ট অনুসারে, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতির প্রভাব প্রতিফলিত হয়েছে ভারতীয় স্মার্টফোনের বাজারে। সেক্ষেত্রে গত জানুয়ারি মাসে এই অতিমারীর তৃতীয় ঢেউ এদেশে আছড়ে পড়ার কারণে প্রথম কোয়ার্টারে স্মার্টফোনের চালান বা শিপমেন্ট প্রক্রিয়া ধীরগতিতে শুরু হয়েছিল। তবে এই ত্রৈমাসিকের শেষ কয়েক সপ্তাহে অর্থাৎ মার্চে স্মার্টফোনের বাজার কিছুটা হলেও গতি অর্জন করেছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

মার্কেট রিসার্চর ফার্ম কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, স্মার্টফোন চালানের ক্ষেত্রে পতন দেখা দেওয়া সত্ত্বেও, চীন ভিত্তিক টেক ব্র্যান্ডগুলি ২০২২ সালের প্রথম কোয়ার্টারে ৭৪% এরও বেশি মার্কেট শেয়ার নিয়ে ভারতের স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তার করেছিল৷ আবার ২০২১ সালের প্রথম কোয়ার্টারের মতো চলতি বছরের প্রথম প্রান্তিকেও শাওমি (Xiaomi) ২৩% মার্কেট শেয়ারের সাথে ভারতের স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থানে রয়েছে। ধারাবাহিক প্রতিযোগিতা, উপাদানের ঘাটতি এবং মুদ্রাস্ফীতির সাথে মোকাবিলা করে জায়গা ধরে রাখতে সক্ষম হলেও, সংস্থাটির YoY মার্কেট শেয়ার ১৩% হ্রাস পেয়েছে। প্রসঙ্গত, কাউন্টারপয়েন্টের এই শিপমেন্টের পরিসংখ্যানের মধ্যে শাওমির সাব-ব্র্যান্ড পোকোও (Poco) অন্তর্ভুক্ত আছে।

তদুপরি, Xiaomi এই প্রথমবার ভারতীয় বাজারে ৫জি (5G) স্মার্টফোন শিপমেন্টের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এক্ষেত্রে প্রথম স্থানটি কিন্তু দক্ষিণ কোরিয়ার ভিত্তিক টেক ব্র্যান্ড স্যামসাংয়ের (Samsung) দখলেই আছে। মনে করা হচ্ছে, ভোক্তাদের চাহিদার ভিত্তিতে Galaxy-A সিরিজের প্রবর্তন করানোর মাধ্যমে শীর্ষস্থানটি দখল করতে সক্ষম হয়েছে সংস্থাটি। মজার বিষয় হল, স্যামসাং বিগত ছয় মাস ধরে ধারাবাহিকভাবে ভারতে ‘টপ-সেলিং ৫জি স্মার্টফোন’ ব্র্যান্ড হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে। প্রসঙ্গত, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ১% YoY পতনের পর, স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে স্যামসাংয়ের বর্তমান মার্কেট শেয়ার ২০%।

অন্যদিকে ‘স্মার্টফোন শিপমেন্টের’ টপ-৫ তালিকায় থাকা রিয়েলমি (Realme) হল একমাত্র ব্র্যান্ড, যার মার্কেট শেয়ার চলতি বছরের প্রথম কোয়ার্টারে ৪০% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে গত বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রিয়েলমির মার্কেট শেয়ার ১১% থেকে বেড়ে ১৬% হয়ে গেছে। মনে করা হচ্ছে, উৎসবের মরসুমের পর থেকেই সংস্থাটির স্মার্টফোন শিপমেন্টে গতি এসেছিল। এছাড়া অন্যান্য কারণের মধ্যে – ইউনিসক চিপসেট, টার্গেটেড প্রোডাক্ট পোর্টফোলিও এবং বিবিধ চ্যানেল স্ট্র্যাটেজির ব্যবহার, রিয়েলমির বিক্রয়কার্যকে ত্বরান্বিত করেছে বলে অনুমান করা হচ্ছে।

এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে যথাক্রমে ভিভো (Vivo) এবং ওপ্পো (Oppo)। ভিভো স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে ৮% YoY পতনের সম্মুখীন হয়েছে। যেখানে কিনা ওপ্পোর YoY শেয়ার ১৮% নিম্নগামী হয়েছে গত ত্রৈমাসিকে। যারপর, ভিভো ১৫% এবং ওপ্পো ৯% মার্কেট শেয়ার দখল করে আছে বর্তমানে। উল্লেখ্য, কাউন্টারপয়েন্টের এই সার্ভেতে ওপ্পোর ‘শেয়ার ফিগারের’ মধ্যে ওয়ানপ্লাস (OnePlus) ব্র্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে টেক জায়ান্ট অ্যাপল (Apple) ২০২২ সালের প্রথম কোয়ার্টারে ৫% YoY প্রবৃদ্ধি রেকর্ড করার মাধ্যমে ‘প্রিমিয়াম’ সেগমেন্টে টপ-সেলার ব্র্যান্ড হিসাবে নিজের জায়গা করে নিয়েছে বলেও কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

ভারতের সামগ্রিক হ্যান্ডসেট বাজারের (ফিচার ফোন ও স্মার্টফোন) শিপমেন্ট পরিসংখ্যান সম্পর্কিত রিপোর্টও প্রকাশ্যে এনেছে কাউন্টারপয়েন্ট। রিপোর্ট অনুসারে, মোট ১৬% YoY শিপমেন্টের রের্কড করা হয়েছে। আর, ফিচার ফোনের বাজারে শিপমেন্টের ক্ষেত্রে ৩৯% YoY পতন দেখা গেছে। এক্ষেত্রে, আইটেল (Itel) ২১% শেয়ার সহ ফিচার ফোনের বাজারে নেতৃত্ব দিচ্ছে।

আবার ওয়ানপ্লাস (OnePlus) ২০২২ সালের প্রথম কোয়ার্টারে ৩৪৭% YoY গ্রোথ দেখেছে। জানিয়ে রাখি, ভারতের সামগ্রিক স্মার্টফোন শিপমেন্ট শেয়ারের মধ্যে, ৫জি হ্যান্ডসেটগুলি ২৮% এরও বেশি মার্কেট শেয়ার এবং ৩১৪% YoY গ্রোথ রিপোর্ট করেছে। যার নিরিখে মার্কেট বিশেষজ্ঞরা, আগামী ত্রৈমাসিকে মার্কেট শেয়ার ৪০% অতিক্রম করতে পারে বলে আশা করছেন।