ক্রুজার বাইকপ্রেমীদের জন্য লঞ্চ হল 2022 Honda Rebel 250

Rebel 250 ক্রুজার বাইকের আপডেটেড ভার্সন লঞ্চের ঘোষণা করল Honda। আপাতত জাপানে 2022 Honda Rebel 250 আত্মপ্রকাশ করেছে। ক্রুজার বাইকটির মেকানিক্যাল এবং হার্ডওয়্যার স্পেসিফিকেশনগুলি অপরিবর্তিত রাখা হয়েছে। আপডেট হিসেবে যুক্ত হয়েছে কেবলমাত্র একটি নতুন কালার স্কিম, এর নাম পার্ল স্পেনসার ব্লু (Pearl Spencer Blue)।

এই পেইন্ট স্কিমে নতুন Rebel 250-এ ডার্ক মেটালিক ব্লু কালার দেখা যাবে, যা ফুয়েল ট্যাঙ্ক ও রিয়ার ফেন্ডারে বেশি করে দৃশ্যমান। অন্য দিকে, বাইকের ফ্রেম কালো রঙ করা হয়েছে। Rebel 250-এর অ্যাডভান্সড S ভার্সন নতুন এই কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া এতে স্টান্ডার্ড ইকুইপমেন্ট হিসেবে থাকবে ডায়মন্ড-স্টিচড সিট, ফর্ক গেইটার এবং হেডল্যাম্প কাউল।

পুরনো মডেলের মতোই 2022 Honda Rebel 250 দৌড়বে ২৪৯ সিসি-র সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে, যা ২৬ বিএইচপি শক্তি ও ২২ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। এর সঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। ফিচারের তালিকায় এলইডি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উল্লেখযোগ্য।

জাপানের পর খুব শীঘ্রই আর্ন্তজাতিক বাজারে পাড়ি দেবে 2022 Honda Rebel 250। তবে ভারতে এটি এখনই লঞ্চ করার সম্ভাবনা ক্ষীণ। এর বদলে আগামী বছর Rebel 250-এর ‘বড়ভাই’ আরও শক্তিশালী Rebel 500 এখানে পা রাখতে পারে।