Bhuvan Aadhaar Portal: আধার আপডেট নিয়ে আর বেশি সমস্যায় পড়তে হবে না, UIDAI আনল নতুন পোর্টাল

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করতে মানুষকে এখন অনেক কাঠখড় পোড়াতে হয়। আগে কিছু কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) আধার কার্ড সংক্রান্ত কাজ সহজে করা যেত, কিন্তু এখন এই ধরনের সেন্টারের সংখ্যাও কমে যাচ্ছে। এখন খুব কম সিএসসি সেন্টার Aadhaar Card Update এর মতো কাজের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) থেকে অনুমতি পাচ্ছে। 

এমন পরিস্থিতিতে মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। আর সেই কারণেই সম্প্রতি ইউআইডিএআই একটি নতুন পোর্টাল চালু করেছে, যার সাহায্যে আপনি আপনার নিকটবর্তী আধার কেন্দ্র সম্পর্কে তথ্য পেতে পারেন। এই পোর্টালের নাম ভুবন আধার পোর্টাল (Bhuvan Aadhaar Portal)। এই পোর্টালটি আধার কেন্দ্র সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই পোর্টালটি সম্পর্কে।

Bhuvan Aadhaar Portal কীভাবে ব্যবহার করবেন

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো এর সহায়তায় ভুবন আধার পোর্টালটি প্রস্তুত করা হয়েছে। এই পোর্টালে লোকেশন পরিষেবা ইসরো নিজেই সরবরাহ করছে। এই পোর্টালে একটি মানচিত্র রয়েছে যাতে আধার কেন্দ্রের নম্বর এবং অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই পোর্টাল থেকে, আপনি আপনার পিন কোড (পোস্টাল কোড) দিয়ে আধার কেন্দ্র খুঁজতে পারবেন। ভুবন পোর্টাল থেকে চারটি উপায়ে আধার কেন্দ্রের তথ্য পাওয়া যায়।

আধার সেন্টার নিয়ার মি- আপনার ফোন বা ল্যাপটপের লোকেশন অ্যাক্সেস দিয়ে আপনি জানতে পারবেন আপনার আশেপাশে আধার সেন্টার কোথায়।

পিন দিয়ে সার্চ করুন- আপনি আপনার পিন কোড দিয়ে আধার কেন্দ্রের অবস্থান অনুসন্ধান করতে পারেন।

রাজ্য দ্বারা অনুসন্ধান- আপনি আপনার রাজ্যে উপস্থিত সমস্ত আধার কেন্দ্র সম্পর্কে তথ্য পেতে পারেন।

আধার কেন্দ্র দিয়ে অনুসন্ধান করুন- আপনি যদি কোনও আধার কেন্দ্রের নাম জানেন, কিন্তু লোকেশন নিয়ে সমস্যা থাকে, তবে আপনি তার নাম দিয়েও অনুসন্ধান করতে পারেন।