দিওয়ালিতে বাজারে এল নতুন 65 ইঞ্চি Smart TV, বাড়ি হয়ে উঠবে থিয়েটার, মিলবে অবাক করা ফিচারও

আপনি কি এই মুহূর্তে নিজের বাড়ির জন্য একটি স্মার্ট টিভি (Smart TV) কেনার কথা ভাবছেন? আর আপনার দরকার বড় স্ক্রিনের সাথে লেটেস্ট ফিচার? তাহলে এই দীপাবলিতে লঞ্চ হওয়া Aiwa-র নতুন স্মার্ট টিভি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে জাপান ভিত্তিক এই কোম্পানিটি সম্প্রতি ভারতে তার নতুন Aiwa 65-inch QLED Google TV নিয়ে এসেছে। এটি কোম্পানির ম্যাগনিফিসেন্ট সিরিজের অংশ এবং টিভিটিতে বেজেল-লেস ডিজাইন, ক্রিস্টাল ভিশন, অ্যাম্ফিথিয়েটার ভিউয়ের মতো উন্নত ফিচার দেওয়া হয়েছে। সাথে আছে আরও নানা কাজের অপশন। তবে এই Aiwa Smart TV কিনতে বেশ মোটা টাকা খরচ করতে হবে। আসুন তবে, এখন নতুন Aiwa 65-inch QLED Google TV-র মূল্য, উপলব্ধতা এবং স্পেসিফিকেশন জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

Aiwa 65-inch QLED TV-র দাম, লভ্যতা

ভারতে নতুন আইওয়া ৬৫ ইঞ্চি কিউএলইডি গুগল টিভি (A65QUHDX3-GTV)-র দাম রাখা হয়েছে ১,৪৯,০০০ টাকা। এটি দেশের শীর্ষস্থানীয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে কেনার জন্য উপলব্ধ হবে৷ এক্ষেত্রে আগ্রহীরা শুধুমাত্র কালো রঙের বিকল্পে টিভিটি কিনতে পারবেন।

Aiwa 65-inch QLED Google TV-র স্পেসিফিকেশন

নতুন Aiwa Google TV-তে ৬৫ ইঞ্চি কিউএলইডি ডিসপ্লে (রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল) আছে, যার ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি। এতে ভালো পিকচার কোয়ালিটির জন্য ডলবি ভিশন প্রযুক্তিও দেওয়া হয়েছে। এদিকে সাউন্ড আউটপুটের জন্য টিভিটি ডলবি অ্যাটমসসহ ১০ ওয়াটের দুটি বক্স স্পিকার অফার করবে। নাম অনুযায়ী, পারফরম্যান্সের জন্য এটি গুগল টিভি ওএসের সাহায্যে অ্যান্ড্রয়েড ১১ সফ্টওয়্যারের ওপর ভিত্তি করে চলবে। মজার ব্যাপার হল যে, এই Aiwa টিভিটি ইউজারদের বাড়ির অন্যান্য স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল – যেমন লাইট, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি নিয়ন্ত্রণ করার সুবিধাও দেবে। আবার এতে স্মার্টফোন থেকে ফটো, ভিডিও এবং মিউজিক স্ট্রিম বা কাস্ট করা যাবে। এতে ভয়েস কমান্ড অপশনও দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি আবহাওয়া, ম্যাচ স্কোর, খবর ইত্যাদি সম্পর্কে জানতে পারেন। প্রিমিয়াম রেঞ্জে আসা এই মডেলে কিছু প্যারেন্টাল কন্ট্রোল ফিচারও পাবেন।

উল্লেখ্য, টিভিটি নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ইউটিউব (YouTube) এবং এরকম অন্যান্য অ্যাপের অ্যাক্সেস দেবে। এক্ষেত্রে কানেক্টিভিটির জন্য এতে ইনবিল্ট ক্রোমকাস্ট, এইচডিআর১০ সাপোর্ট, এমইএমসি (MEMC), টু-ওয়ে ব্লুটুথ, তিনটি এইচডিএমআই ২.০ পোর্ট, ওয়াই-ফাই ডাইরেক্ট, দুটি ইউএসবি পোর্ট, ইথারনেট এবং অপটিক্যাল আউটসহ স্ক্রিন শেয়ারিং অপশন মিলবে।