ফোনেই তুলুন ঝকঝকে ছবি, চলে এল Adobe Photoshop ক্যামেরা অ্যাপ

কম্পিউটারে ছবি এডিট করার জন্য অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার Adobe Photoshop। এবার এই সফটওয়্যার আপনারা নিজের স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি অ্যাডোবি তাদের নতুন অ্যাপ্লিকেশন Adobe Photoshop Camera গুগল প্লে স্টোরে লঞ্চ করেছে। গত বছর নভেম্বর মাসে এই অ্যাপ্লিকেশনটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

এই নতুন Adobe Photoshop Camera App ব্যবহার করে আপনারা ফটোশপের মত ছবি এডিট এবং সেটাকে তৎক্ষণাৎ শেয়ার করতে পারবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন উন্নত টুল এবং এফেক্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই অ্যাপের সাথে অ্যাডোবি সেন্সেই-র সাপোর্ট পেয়ে যাবেন যা বিভিন্ন সাবজেক্টকে বেছে নিয়ে আপনাকে ভালোভাবে এডিট করতে সাহায্য করবে। তবে এই সাপোর্ট ব্যবহার করার জন্য আপনার এডিটিং স্কিল ভালো হতে হবে। অ্যাডোবি সেন্সেই অনেক ধরনের ছবি যেমন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপকে ভালো ভাবে বিচার করে আপনাকে জানাবে যে কোন জায়গায় এডিটের প্রয়োজন রয়েছে।

গতবছর অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সময়, অ্যাডোবি জানিয়েছিল যে,” আমরা ফটোশপ ক্যামেরাকে একটি সেন্সেই সাপোর্ট যুক্ত অ্যাপ্লিকেশন হিসেবে আনতে চলেছি। যার মাধ্যমে ক্রিয়েটাররা অনেক উন্নত ফিচার ব্যবহার করতে পারবেন। এই সাপোর্টের ফলে সকলেই ফটোশপ ব্যবহার করে এডিট করতে পারবেন। এবং আপনার এডিটিং চয়েস উন্নত করতে ফটোশপ ক্যামেরা এবং ফটোশপ এক্সপ্রেস আপনার সাহায্য করবে।”

অ্যাডোবি ফটোশপ ক্যামেরাতে ৮০টির উপর ইউনিক ফিল্টার রয়েছে যা ব্যবহারকারীরা নিজের ছবিতে ব্যবহার করতে পারবেন। এই ফিল্টার আপনারা ছবি এডিট করার পাশাপাশি ছবি তোলার সময়ও ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত লেন্স ফিল্টার তৈরি করতে পারবেন, এবং তা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনে বিখ্যাত শিল্পী এবং ইনফ্লুয়েন্সার, বিলি ইলিশের তৈরি লেন্স ফিল্টার আপনারা আগে থেকেই পাবেন। এই ফিল্টারগুলি থেকেও আপনারা নিজেদের পছন্দমতো ফিল্টার বেছে নিতে পারবেন। এছাড়াও আপডেটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনে নতুন লেন্স এবং ফিল্টার যোগ হতে থাকবে।

শুধু এটুকুই নয়, অ্যাডোবি ফটোশপ ক্যামেরা অ্যাপ্লিকেশনে বিভিন্ন শেয়ারিং টুল থাকছে যার মাধ্যমে আপনারা ফেসবুকে ইনস্টাগ্রামে এবং লাইটরুমে সরাসরি আপনার ছবি শেয়ার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *