ফ্ল্যাগশিপ কিলার OnePlus 11R ভারতে লঞ্চ হল, সনি ক্যামেরা সেন্সর সহ রয়েছে 100W চার্জিং সাপোর্ট, দাম জানুন

ওয়ানপ্লাস ১১আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।

OnePlus 11R আজ প্রত্যাশামতোই ভারতে লঞ্চ হল। ক্লাউড ১১ ইভেন্টে OnePlus 11 5G এর সাথে এটি আত্মপ্রকাশ করেছে। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে। বিশেষত্বের কথা বললে, এই ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া OnePlus 11R ফোনে পাওয়া যাবে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। উল্লেখ্য, এই একই স্পেসিফিকেশন সহ চীনের বাজারে আজ OnePlus Ace 2 লঞ্চ হয়েছে।

ওয়ানপ্লাস ১১আর এর ভারতে দাম ও লভ্যতা (OnePlus 11R Price in India, Availability)

ওয়ানপ্লাস ১১আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। আর এর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪৪,৯৯৯ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এর সেল শুরু হবে।

আর অ্যামাজন, ওয়ানপ্লাস এর ওয়েবসাইট থেকে আগামী ২১ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস ১১আর প্রি-অর্ডার করা যাবে। এটি সোনিক ব্ল্যাক ও গ্ল্যাটিক সিলভার কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ওয়ানপ্লাস ১১আর এর স্পেসিফিকেশন ও ফিচার (OnePlus 11R Specifications and Features)

ওয়ানপ্লাস ১১আর ফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি ১.৫কে (২,৭৭২×১,২৪০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ৪০-১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট, ১০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস ও ৪৪০ পিপিআই পিক্সেল ডেন্সিটি অফার করবে। আবার এই ডিসপ্লে ১০০ শতাংশ ডিসিআই পি৩ কালার গ্যামট, ১,৪৪০ হার্টজ হাই ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে OnePlus 11R ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। উল্লেখ্য OnePlus 10R ফোনে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট। যাইহোক, উত্তরসূরীটি গেমারদের জন্য উপযুক্ত হবে বলে ওয়ানপ্লাস জানিয়েছে। এতে তাপ নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৫,১৭৭ মিলিমিটার² এইট চ্যানেল হিট ডিসিপেশন ভিসি কুলিং। আবার ইন্টেন্স মাল্টিপ্লেয়ার গেমগুলিতে আরও ভাল গেমপ্লের জন্য মিলিসেকেন্ডে গেম স্ক্রিন অপ্টিমাইজ করার জন্য এটিতে গেম ফ্রেম স্ট্যাবিলাইজেশন ইঞ্জিন ২.০ অন্তর্ভুক্ত রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিনে চলবে

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus 11R ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ডিং ও ১০এক্স জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, OnePlus 11R ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ এসেছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই, এনএফসি, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।