ট্রান্সলুসেন্ট ব্যাক প্যানেল সহ Realme GT Master Explorer Edition জুলাইয়ের শেষে লঞ্চ হতে পারে

এ মাসে Realme তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে Realme GT 5G স্মার্টফোনের স্পেশাল Master Edition লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ ইতিমধ্যেই জানা গেছে, সম্প্রতি TENAA অথরিটির সার্টিফিকেশন প্রাপ্ত RMX3366 মডেল নম্বরের ফোন Realme GT Master Edition নামে আত্মপ্রকাশ করতে পারে৷ পাশাপাশি, Realme GT Master Edition-এর দ্বিতীয় ভ্যারিয়েন্ট থাকবে বলে গতকাল এক টিপস্টার দাবি করেছিলেন। যদিও অফিসিয়াল নাম কি হবে ওই টিপস্টার তা নিশ্চিত করতে পারেননি৷ তবে চীনের আরেকজন টিপস্টার আজ বহুচর্চিত এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলেন৷

Realme GT Master Edition এর সঙ্গে Realme GT Explorer Edition লঞ্চ হবে

টিপস্টারের মতে, রিয়েলমি জিটি মাস্টার এডিশনের সাথে রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশন বলে রিয়েলমি আরও একটি স্মার্টফোন লঞ্চ করবে৷ ঘটনাচক্রে, রিয়েলমি জিটি মাস্টার এডিশনে প্রো ভ্যারিয়েন্ট থাকার কথা শোনা গিয়েছিল৷ তবে প্রো নামে নয়, এটি মাস্টার এক্সপ্লোরার এডিশন নামে আসার সম্ভাবনা উজ্জ্বল৷ উল্লেখ্য, এটির স্পেসিফিকেশন বা ফিচারের ব্যাপারে কিছু জানা যায় নি৷

Realme GT Master Explorer Edition ও Realme GT Master Edition কবে লঞ্চ হতে পারে

রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশন ও রিয়েলমি জিটি মাস্টার এডিশন এ মাসের শেষে লঞ্চ হতে পারে৷ আর কয়েকদিনের মধ্যেই রিয়েলমি নতুন এই স্মার্টফোনদ্বয়ের টিজার প্রকাশ করবে বলে আশা করা যায়৷

Realme GT Master Explorer Edition-এ বিশেষ কী থাকবে

এর আগে চীনের আর এক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi) ট্রান্সলুসেন্ট (Translucent) ব্যাক প্যানেলের সাথে এক্সপ্লোরার এডিশন ফোন লঞ্চ করেছিল৷ ফলে রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশনে একইরকম কিছু দেখা যেতে পারে৷ তবে নান্দনিক দিক ছাড়াও অভ্যন্তরীণ কারিগরির দিক থেকে মাস্টার এক্সপ্লোরার এডিশনের সাথে রিয়েলমি জিটি মাস্টার এডিশনের বৈসাদৃশ্য থাকবে কি না, তা দেখার বিষয় হয়ে দাঁড়াল৷

Realme GT Master Edition এর স্পেসিফিকেশন

একটি অনলাইন রিপোর্টে রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছিল৷ ওই রিপোর্ট অনুযায়ী, এতে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে৷ এই ডিসপ্লে ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ফোনের সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস কোটিং থাকবে।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম র‌্যাম ও ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ অপশনে আসবে। ডিভাইসটিতে থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে – Sony IMX766 সেন্সর, ১৬ মেগাপিক্সেল Sony IMX481 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন