Royal Enfield-এর নতুন Bullet 350 বনাম TVS Ronin, কোন মোটরসাইকেলের দাম বেশি

ক’দিন আগেই Royal Enfield তাদের আইকনিক বাইক Bullet 350-এর নতুন প্রজন্ম লঞ্চ করেছে। আপডেটেড মডেলের দাম শুরু হচ্ছে ১.৭৪ লাখ টাকা (এক্স শোরুম)। স্বভাবতই সাম্প্রতিককালে ভারতে ৩৫০ সিসি বাইকের সংখ্যা এবং বিক্রি যে ভাবে চড়তে দেখা গিয়েছে, তাতে নতুন বুলেট এই চাহিদা কয়েকগুণ বর্ধিত করবে বলেই মনে করা হচ্ছে। বাজারে বুলেটকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত একাধিক মডেল। যেগুলির মধ্যে অন্যতম TVS Ronin। এই প্রতিবেদনে বাইক দু’টির ডিজাইন, দাম ও স্পেসিফিকেশনের তুলনা রইল।

Royal Enfield Bullet 350 vs TVS Ronin: ডিজাইন ও হার্ডওয়ার

নতুন অবতারে লঞ্চ করলেও বুলেট ৩৫০ এর চেহারা কিন্তু অনেকাংশেই পূর্বের মতোই রাখা হয়েছে। রেট্রো স্টাইলের থিমের উপর নির্মিত বুলেট এর সামনে পূর্বের মতোই থাকছে গোলাকৃতি হেডল্যাম্প এবং একটানা লম্বা সিট। টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংকের উপর পূর্বের মতোই মিলবে সংস্থার ব্যাজ। বাইকটির সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ক্লাসিক ৩৫০ থেকে নেওয়া।

অন্যদিকে টিভিএস রনিন ঠিক একই ধরনের সাবেকি কিন্তু একটু আধুনিক ডিজাইন অনুকরণ করেই তৈরি। সামনের দিকে গোলাকার এলইডি হেডল্যাম্পের পাশাপাশি বাইকের সর্বত্রই এলইডি লাইটের কাজ চোখে পড়ে। এক্ষেত্রেও রয়েছে সিঙ্গেল পিস সিট এবং ছোট গ্র্যাবরেল। তবে রনিন এর সবচেয়ে বড় আকর্ষণীয় অংশ হলো এর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। ব্লুটুথ থাকার ফলে মোবাইল ফোনের নোটিফিকেশন এবং ট্রিপ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

Royal Enfield Bullet 350 vs TVS Ronin: ইঞ্জিন স্পেসিফিকেশন

J সিরিজের প্ল্যাটফর্মের উপর নির্মিত রয়্যাল এনফিল্ড বুলেট 350 এর নব সংস্করণের ইঞ্জিনে সামান্য কিছু পরিবর্তন এসেছে। ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২০ বিএইচপি ক্ষমতা এবং সর্বাধিক ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স। এই একই ইঞ্জিন Classic 350, Meteor 350 এবং Hunter 350 এর মধ্যেও দেখতে পাওয়া যায়।

অন্যদিকে, টিভিএস রনিন এর মধ্যে কম ডিসপ্লেসমেন্ট যুক্ত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। একে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করে ২২৫.৯ সিসির সিঙ্গল সিলিন্ডার এবং অয়েল কুল্ড ইঞ্জিন। ফাইভ স্পিড গিয়ার বক্স সমৃদ্ধ এই ইঞ্জিনটি থেকে উপলব্ধ পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২০.১২ বিএইচপি এবং ১৯.৯৩ এনএম।

Royal Enfield Bullet 350 vs TVS Ronin: দাম

নব কলেবরে আত্মপ্রকাশ করা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ- মিলিটারি, স্ট্যান্ডার্ড ও ব্ল্যাক গোল্ড। এই তিনটি মডেলের এক্স শোরুম মূল্য যথাক্রমে ১.৭৩ লাখ টাকা ১.৯৭ লাখ টাকা এবং ২.১৬ লাখ টাকা। অন্যদিকে টিভিএস রনিন এর বেস মডেলের এক্স শোরুম মূল্য ১.৪৯ লাখ টাকা থেকে শুরু করে টপ মডেলের ক্ষেত্রে তা ১.৬৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।