পারফরম্যান্সে ঝড় তুলবে iPhone 15 Pro, প্রসেসর নিয়ে তথ্য সামনে আসতেই মুখে চওড়া হাসি ফ্যানদের

আসন্ন Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলের প্রসেসর ফিচার আপগ্রেড করা হলেও, এগুলি কেবল ৬ জিবি র‍্যাম অফার করবে

বাঙালিরা যেমন দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, ঠিক তেমনি অ্যাপল প্রোডাক্ট প্রেমীরা বর্তমানে প্রহর গুনছে iPhone 15 সিরিজের আগমনের আশায়। আশা করা হচ্ছে Apple তাদের নয়া আইফোন সিরিজ আগামী মাসে লঞ্চ করবে। ইতিমধ্যেই এই লাইনআপের ডিভাইসগুলির সম্ভাব্য ফিচার ও দাম সামনে এসেছে। আজ আবার এক টিপস্টার দাবি করেছেন যে, iPhone 15 সিরিজের ‘Pro’ মডেল-দ্বয় আপগ্রেডেড চিপসেট অফার করবে। পাশাপাশি ডিভাইসগুলির মেমরি ক্যাপাসিটি সম্পর্কিত তথ্যও সামনে এসেছে।

Apple iPhone 15 Pro আপগ্রেডেড চিপসেটের সাথে লঞ্চ করা হতে পারে

অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলগুলির চিপসেট ও মেমরি পারফরম্যান্স সংক্রান্ত খবর ফাঁস করার নেপথ্যে আছেন টিপস্টার আননোনজ২১ (Unknownz21)। তার লেটেস্ট টুইট পোস্ট অনুসারে, আসন্ন সিরিজের টপ-এন্ড দুটি মডেল অর্থাৎ আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) -এ লেটেস্ট এ১৭ বায়োনিক (A17 Bionic) চিপসেট ব্যবহার করা হবে। যাতে – ছয়টি সিপিইউ এবং ছয়টি জিপিইউ কোর থাকবে। জানিয়ে রাখি, পুরোনো প্রজন্মের এ১৬ বায়োনিক (A16 Bionic) প্রসেসর ছয়টি সিপিইউ এবং পাঁচটি জিপিইউ কোর অফার করে। অর্থাৎ অ্যাপলের নয়া প্রজন্মের ইন-হাউজ প্রসেসরে একটি অতিরিক্ত জিপিইউ কোর থাকবে, যা গেমিং সহ বিভিন্ন ভারী কাজ করার ক্ষেত্রে আরো উন্নত পারফরম্যান্স প্রদান করবে।

আরো জানা যাচ্ছে যে, অ্যাপলের নতুন এ১৭ বায়োনিক (A17 Bionic) চিপসেটের ক্লক রেট পূর্বসূরির থেকে বাড়ানো হবে। অর্থাৎ ক্লক রেট ৩.৪৬ গিগাহার্টজ থেকে ৩.৭ গিগাহার্টজে উন্নীত করা হবে। এছাড়া এই প্রসেসরটি ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক হতে পারে, যা আরও উন্নত এনাৰ্জি এফিসিয়েন্সি অফারের পাশাপাশি ডিভাইসের সামগ্রিক পারফরম্যান্স আপগ্রেড করবে বলে দাবি করা হচ্ছে।

এদিকে টিপস্টার আননোনজ২১ আরো জানিয়েছে যে, আসন্ন Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলের প্রসেসর ফিচার আপগ্রেড করা হলেও, এগুলি কেবল ৬ জিবি র‍্যাম অফার করবে। যেখানে কিনা অপর এক লিকস্টার, আলোচ্য দুটি ডিভাইস ৮ জিবিঔ র‍্যামের সাথে আসবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও আননোনজ২১ -এর মতে, ‘প্রো’ মডেল দুটির ৮ জিবি র‍্যাম বাম্প পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব নয় কেন? তার উত্তর যদিও পাওয়া যায়নি।

এছাড়া টিপস্টার আননোনজ২১ -এর টুইটে আরো উল্লেখ আছে যে, Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max -এর জন্য LPDDR5 র‍্যাম মডিউল ব্যবহার করা হবে, যা সরবরাহের দায়িত্বে থাকছে স্যামসাং এবং মাইক্রোন।

আবারো বলে দিই, সামনে আসা উপরিউল্লেখিত তথ্যগুলি টিপস্টার ও মার্কেট রিসার্চার কোম্পানিগুলির সার্ভে ভিত্তিক। ফলে এগুলিকে এই মুহূর্তেই ১০০% সত্যি বলে মেনে নেওয়া উচিত হবে না।