রিচার্জ করার শেষ সুযোগ, শীঘ্রই বন্ধ হচ্ছে BSNL এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান

গত আগস্ট মাসে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য মাত্র ২৭৫ টাকা খরচের বদলে রিচার্জযোগ্য একটি ধামাকাদার প্ল্যান নিয়ে বাজারে হাজির হয় রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। বরাবরের মতো সেসময় আমরা পাঠকের সামনে উক্ত প্ল্যানের সুবিধাগুলি তুলে ধরি। এতদিন প্রোমোশনাল ভিত্তিতে লঞ্চ হওয়া এই প্ল্যানের সাথে BSNL গ্রাহকেরা সর্বাধিক ৩.৩ টেরাবাইট (TB) পর্যন্ত অফুরন্ত ডেটা খরচের সুযোগ পেয়ে যেতেন। সেক্ষেত্রে তুলনামূলক ‘সস্তা’ এই প্ল্যান ইউজারদের ৩০ অথবা ৬০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট ব্যবহারের বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিতো। কিন্তু দুঃখের বিষয় হল, আর বেশিদিন বিএসএনএল (BSNL) গ্রাহকেরা এহেন সাশ্রয়ী প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন না। কারণ অতি শীঘ্রই আলোচ্য টেলকো ২৭৫ টাকার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান বাজার থেকে তুলে নিতে চলেছে।

আগামী ১৩ অক্টোবর বাজার থেকে ২৭৫ টাকার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান তুলে নিচ্ছে BSNL

আজ্ঞে হ্যাঁ, বিএসএনএলের সাশ্রয়ী ২৭৫ টাকার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা উপভোগের জন্য আগ্রহীদের আসন্ন ১৩ই অক্টোবরের আগেই নিজেদের কানেকশন রিচার্জ করতে হবে। অন্যথায় তারা এই প্ল্যানের লাভ ওঠাতে পারবেন না। আসলে ১৩ই অক্টোবর রাষ্ট্রায়ত্ত টেলকো আলোচ্য প্ল্যানটিকে বাজার থেকে তুলে নিচ্ছে, যার ফলে গ্রাহকেরা ভবিষ্যতে এই প্ল্যান বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

২৭৫ টাকার BSNL ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান যে সমস্ত সুবিধা প্রদান করবে

আগেই উল্লেখ করেছি যে ২৭৫ টাকার ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে BSNL গ্রাহকেরা সর্বোচ্চ ৩.৩ টিবি (TB) পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচের ছাড় লাভ করবেন। এছাড়া এই প্ল্যানের সঙ্গে একটি ফিক্সড লাইন ভয়েস-কলিং কানেকশন বাড়তি কোনো খরচ ছাড়াই পাওয়া যাবে। এফইউপি (FUP) ডেটা সীমা অতিক্রমের পর আলোচ্য প্ল্যানের অধীনে ইন্টারনেট স্পিড ২ এমবিপিএসে নেমে আসবে।

সর্বোপরি পুনরায় জানিয়ে রাখি, ২৭৫ টাকার বিএসএনএল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান মোট দু’টি বিকল্পের সাথে বাজারে এসেছে। এদের মধ্যে একটি গ্রাহকদের ৩০ এবং অপরটি ৬০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেবে।