iPhone 13 সিরিজে থাকবে ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, আর কি চমক থাকছে জেনে নিন

Apple-এর লেটেস্ট iPhone 12 সিরিজ লঞ্চ হওয়ার কিছুদিন পর থেকেই ব্র্যান্ডের পরবর্তী প্রিমিয়াম আইফোন সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়েছে, যা সম্ভবত iPhone 13 নামে বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। এক্ষেত্রে, অন্যান্যবারের আইফোন সিরিজের মতই iPhone 13-রও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগে এটির সম্ভাব্য স্পেসিফিকেশন নেটদুনিয়ায় ফাঁস হতে শুরু করেছে। সম্প্রতি, জনপ্রিয় অ্যাপল (Apple) অ্যানালিস্ট মিং-চি কুও পরবর্তী আইফোনের ক্যামেরা সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছেন। ম্যাকরুমার্স (MacRumours)-এর রিপোর্ট অনুযায়ী, কুও জানিয়েছেন যে এই বছরের আইফোন মডেলগুলিতে iPhone 12-এর মতো একই ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দেখা যাবে। অর্থাৎ, iPhone 13 ফোনগুলিতেও কমপক্ষে একটি ক্যামেরার লেন্স অপরিবর্তিত থাকবে।

এক্ষেত্রে পূর্ববর্তী আইফোন সিরিজের মতই নতুন সিরিজেও চারটি হ্যান্ডসেট -iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max লঞ্চ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুও-র মতে, iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro – এই তিনটি আইফোন মডেলে এফ/১.৬ অ্যাপারচার যুক্ত ৭পি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে যা iPhone 12 মডেলগুলিতেও ব্যবহৃত হয়েছে। তবে iPhone 13 Pro Max-এ এফ/১.৫ অ্যাপারচার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে বলেই অভিমত ওই অ্যানালিস্টের।

এছাড়া, কুও আরো বলেছেন যে, এই আইফোনগুলির ৭পি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের জন্য অ্যাপল, সানি অপটিক্যাল নামক চীনা সংস্থার সাথে হাত মিলিয়েছে, যারা আগামী মে মাস থেকেই লেন্সের উৎপাদন শুরু করবে। কুও-র মতে, আগামী কয়েক বছরে সংস্থার অপটিক্যাল লেন্সগুলির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে; নেপথ্যে কারণ হিসেবে থাকবে কোম্পানির AR (অগমেন্টেড রিয়ালিটি) প্রচেষ্টা এবং আসন্ন একটি গাড়ি।

এই প্রসঙ্গে বলে রাখি, iPhone 13 স্মার্টফোনে একটি ছোট নচ এবং বড় ব্যাটারি থাকতে পারে বলে এর আগে শোনা গিয়েছে। তাছাড়া iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যাপলের প্রো-মোশন ডিসপ্লে দেখা যাবে বলে পূর্ববর্তী রিপোর্টে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই প্রো ভ্যারিয়েন্টগুলিতে অটোফোকাস ক্যামেরা ফিচার দেখা যেতে পারে, যেখানে সম্পূর্ণ iPhone 13 সিরিজটি অলওয়েজ অন ডিসপ্লে এবং সেন্সর-শিফ্ট ইমেজ স্টেবিলাইজেশন সহ আসবে বলে জল্পনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন