iPhone 13 মাত্র ৩৮৫০০ টাকায়, বিশ্বাস না করার মতো অফার দিচ্ছে এই ই-কমার্স সাইট

iPhone ব্যাবহার করা অনেকের কাছেই একটা স্বপ্ন। কিন্তু দামের কারণে সবার পক্ষে সেটা সম্ভবপর হয়ে ওঠে না। তবে কেমন হয় যদি আপনি ডিসকাউন্টে একটি iPhone কেনার সুযোগ পান? আজ্ঞে হ্যাঁ! iPhone এর একদম লেটেস্ট ভার্সন, iPhone 13 আপনি অনেকটাই কমে পেয়ে যেতে পারেন। iPhone 13 এর ১২৮ জিবি মডেলটি ফ্লিপকার্ট এর মাধ্যমে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৪১,৫০০ টাকা ছাড়ে। যার প্রকৃত বাজার মূল্য ৭৯,৯০০ টাকা। আসুন ফোনটির উপর কি কি অফার দেওয়া হচ্ছে জেনে নেওয়া যাক।

iPhone 13 এর দাম ও অফার

আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য ৭৯,৯০০ টাকা। কিন্তু ফ্লিপকার্ট এই ফোনের উপর ৫,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ফলে এটি ৭৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, ফ্লিপকার্টে HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডারদের সরাসরি ৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। যারপর iPhone 13 কেনা যাবে ৭০,৯০০ টাকায়। আবার এই মডেলটির সাথে দারুন এক্সচেঞ্জ অফার মিলবে। উদহারন স্বরূপ ধরুন আপনি যদি একটি ভালো কন্ডিশনের iPhone 12 এর ৬৪ জিবি মডেলটি এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি ৩২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। যারপর iPhone 13 ফোনটি শুধুমাত্র ৩৮,৪০০ টাকায় কেনা যাবে।

iPhone 13 স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১৩ ফোনে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। ফোনটি আইওএস ১৫ কাস্টম স্কিনে রান করবে এবং পারফরম্যান্সের জন্য রয়েছে অ্যাপল-এর এ১৫ বায়োনিক চিপসেট। সাথে একটি ফোর-কোর জিপিইউ উপস্থিত আছে। আর আইফোন মানেই অসাধারণ ফিচারের সাথে তার অসাধারণ ক্যামেরা কোয়ালিটির কথা আমরা প্রায় সবাই জানি। ফটোগ্রাফির জন্য এই ফোনে দুটি ১২-মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম।

আবার এই মডেলটিতে স্মার্ট HDR-এর সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও iPhone 13-এ রয়েছে 5G কানেক্টিভিটি, MagSafe ওয়্যারলেস চার্জিং এবং Wi-Fi 6 কানেক্টিভিটি।