বাজেট 6 হাজার টাকা? 5000mAh ব্যাটারির এই ফোন আপনার জন্য আদর্শ

আপনি কি ৫,০০০-৬,০০০ টাকার রেঞ্জে কোনো স্মার্টফোন খোঁজ করছেন। চাইছেন ব্যাটারি ব্যাকআপ যেন ভাল পাওয়া যায়? তাহলে Flipkart এর প্রথম স্মার্টফোন, MarQ M3 আপনার জন্য আদর্শ বিকল্প হবে। গত মাসের শেষে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়েছিল, যখন এর দাম ছিল ৭,৯৯৯ টাকা। তবে এখন ফোনটি প্রায় ২,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। MarQ M3 ফোনে রয়েছে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়েল রিয়ার ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর।

MarQ M3 ফোনের নতুন দাম

ভারতে মারকিউ এম৩ ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ছিল ৭,৯৯৯ টাকা‌। তবে এখন ফ্লিপকার্টে ফোনটি কেবল ৬,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি ব্লু ও ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

MarQ M3 ফোনের স্পেসিফিকেশন

ডুয়েল সিমের মারকিউ এম৩ অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে আইএমজি৮৩২২ জিপিইউ সহ ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। 4G VoLTE সাপোর্ট সহ আসা এই ফোনটি কেবল একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ – ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ।

MarQ M3 ফোনের সামনে দেখা যাবে ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন সহ ৬.০৮ ইঞ্চি এইচডি প্লাস (১৫৬০ x ৭২০ পিক্সেল) ডিসপ্লে। আবার পিছনে ফটোগ্রাফির জন্য দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডিজিটাল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আগেই বলেছি MarQ M3 শক্তিশালী ব্যাটারির সাথে এসেছে। এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনে পাওয়া যাবে ফেস আনলক ফিচার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন