দাম বাড়ছে Xiaomi সহ সমস্ত কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের, জেনে নিন কারণ

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi কে আমরা সস্তায় স্মার্টফোন আনার জন্য জানি। প্রথমে কোম্পানি বাজেট ফোন বাজারে আনলেও, এখন ধীরে ধীরে মিড রেঞ্জে ও প্রিমিয়াম রেঞ্জেও স্মার্টফোন নিয়ে আসছে। কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনগুলি ও তুলনামূলকভাবে কম দামে উপলব্ধ। তবে এবার শাওমির ফ্ল্যাগশিপ ফোন আর সস্তায় পাবেন না। এরকারণ প্রসেসরের দাম বৃদ্ধি।

আমরা জানি শাওমি তাদের বেশিরভাগ ফ্লাগশিপ ফোনে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে। আর সেকারণেই অনুমান করা হচ্ছে যে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের দাম অনেকটাই বেশি হবে। কারণ নতুন কোয়ালকম ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম এবছরে অন্যান্য বছরের তুলনায় বেশি অনেকটাই বেশি থাকবে। জানা গেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরের দাম হবে ২৫০ ডলার, যা প্রায় ১৯,০০০ টাকার সমান।

এই রিপোর্ট দক্ষিণ কোরিয়ার একটি টেক সাইট থেকে প্রকাশিত হয়েছে। স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরে অ্যাপ্লিকেশন প্রসেসর এবং স্ন্যাপড্রাগন এক্স৬০ ৫জি মডেল দুটোই থাকবে। এই কারণেই কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম বাড়াবে। কেবল শাওমি নয়, স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরের সাথে সমস্ত স্মার্টফোনের দাম বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

আপাতত শাওমি ফ্ল্যাগশিপ সিরিজে ভারতে Mi 10 5G লঞ্চ করেছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৪৯,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৫৪,৯৯৯ টাকা। শাওমি মি ১০ ৫জি ফোনটি 3D কার্ভাড ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ট্রুকালার ডিসপ্লের সাথে এসেছে। এই ফোনে 5G সাপোর্টের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর আছে। এছাড়াও পাবেন এড্রেন ৬৫০ জিপিইউ। ফোনকে ঠান্ডা রাখতে লিকুইড কুল ২.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *