৪০০ টাকার কমে রিলায়েন্স জিও, এয়ারটেল নাকি ভোডাফোন আইডিয়া, কে দেয় সেরা সুবিধা জানুন

একথা আমরা সকলেই জানি যে ভারতের টেলিকম ব্যবসার পরিসর বর্তমানে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেক্ষেত্রে মূলত তিনটি সংস্থার মধ্যে বাজার দখলের লড়াই চলতে দেখা যায়। এজন্য সংস্থাত্রয়ী অর্থাৎ রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharati Airtel) এবং ভোডাফোন-আইডিয়া লিমিটেড (Vodafone-Idea Ltd.) সর্বদাই নতুন নতুন অফারের মাধ্যমে গ্রাহক আকর্ষণের উপরে জোর দেয়। বিশেষ করে প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কিত প্রশ্ন উঠলে সংস্থা তিনটির বাজারনীতির মধ্যে কিছুটা সাদৃশ্য খুঁজে পাওয়া সম্ভব। এরা প্রত্যেকেই গ্রাহকের কলিং ও ডেটা চাহিদা থেকে শুরু করে তার বিনোদনের দিকটিও সুনিশ্চিত করতে চায়। আজকের প্রতিবেদনে আমরা রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার অন্যতম জনপ্রিয় প্রিপেইড রিচার্জ বিকল্পগুলির ব্যাপারে কথা বলব যাদের মূল্য ৪০০ টাকার চেয়ে কম।

Reliance Jio -র ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

জিও -র ৩৯৯ টাকার রিচার্জ বিকল্পটি প্রত্যহ ১.৫ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস প্রেরণ এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা সহ এসেছে। এই প্ল্যানের মেয়াদসীমা ৫৬ দিন। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা দৈনিক ডেটা পরিমাণ শেষ হওয়ার পরেও ৬৪ কেবিপিএস (Kbps) দ্রুততার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্ল্যানটি জিও অ্যাপ সাবস্ক্রিপশন ছাড়া কোনোরকম ওটিটি (OTT) সুবিধার প্রদান করেনা। ওটিটি (OTT) সুবিধা পাওয়ার জন্য আপনাকে রিলায়েন্স জিও’র ৪০১ টাকা মূল্যের রিচার্জ প্ল্যান কিনতে হবে। উক্ত প্ল্যানটি দৈনিক ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি এক বছরের ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন প্রদান করে। তবে এর প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন!

Airtel -এর ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যান ২৮ দিনের বৈধতা সহ এসেছে। এটি রিচার্জ করলে গ্রাহক প্রত্যহ ২.৫ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। তাছাড়া এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে ২৮ দিনের অ্যামাজন প্রাইম (Amazon Prime) ও এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel XStream) প্রিমিয়াম সদস্যপদ, বিনামূল্যে উইঙ্ক মিউজিক (Wynk Music) এবং ৩ মাসের জন্য অ্যাপোলো ২৪/৭‌ (Apollo 24/7) সাবস্ক্রিপশন পাওয়া যাবে। একই সাথে বিকল্পটি রিচার্জের ফলে শ’ অ্যাকাডেমি (Shaw Academy) থেকে বিভিন্ন অনলাইন কোর্স অ্যাক্সেস করা সম্ভব হবে।

Vi -এর ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে আগত ভিআই -এর ৩৯৯ টাকার এই প্ল্যান রিচার্জের ফলে দৈনিক ১.৫ জিবি ইন্টারনেট ডেটা, ১০০ এসএমএস এবং অফুরন্ত কলিংয়ের পরিষেবা ব্যবহারের সুযোগ মিলবে। বিকল্পটি উইকেন্ড ডেটা রোলওভার (Weekend Data Rollover) সুবিধা সহ এসেছে।

BSNL -এর ৩৯৮ টাকার প্রিপেইড প্ল্যান

রাষ্ট্রায়ত্ত সংস্থার উক্ত রিচার্জ বিকল্পটি ডেটা ভাউচার শ্রেণীভুক্ত। এটি পুরো ৩০ দিনের বৈধতা প্রদান করে। এই প্ল্যান রিচার্জ করলে অফুরন্ত কলিং ও ডেটা খরচের ছাড়পত্র পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন