HP গ্যাস সিলিন্ডার বুক ও পেমেন্ট করা যাবে Amazon থেকে

ভারতে এখন কেবল ই-কমার্স ব্যবসায় নিজেদেরকে আবদ্ধ রাখেনি Amazon। ফুড ডেলিভারি থেকে শুরু করে নিজস্ব পেমেন্ট সার্ভিস Amazon Pay-এর মাধ্যমে রিচার্জ এবং বিল পেমেন্টের সুবিধা দেয় কোম্পানিটি। আপনি অ্যামাজন পে ব্যবহার করে জলের বিল, ইলেকট্রিক বিল, এলআইসি প্রিমিয়াম থেকে শুরু করে কয়েকটি কোম্পানির গ্যাস বুক, সবই করতে পারবেন। তবে সম্প্রতি Amazon, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে তাদের পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের ফলে অ্যামাজন থেকেই এইচপি গ্যাস সিলিন্ডার বুকিং ও পেমেন্ট করা যাবে।

Amazon থেকে HP গ্যাস সিলিন্ডার বুক ও পেমেন্ট করার পদ্ধতি

১. অ্যামাজনের মাধ্যমে এইচপি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য প্রথমে অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইট অথবা অ্যামাজন অ্যাপে যেতে হবে। সেখান থেকে Amazon Pay ট্যাবে ক্লিক করতে হবে।

২. এরপর “Pay Bills” ট্যাবে দেখতে পাবেন ‘LPG’ বা ‘গ্যাস সিলিন্ডার’ সেকশন। এখানে আপনি তিনটি অপারেটরের বিকল্প পাবেন- ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইনডেন গ্যাস। এর মধ্যে থেকে এইচপি গ্যাস বেছে নিন।

৩. এরপর আপনাকে ১৭ ডিজিটের LPG ID বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।

৪. এরপর আপনি UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেটব্যাংকিং-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

৫. পেমেন্ট হয়ে গেলে একটি SMS কনফার্মেশন পাবেন। এরপর আপনি অ্যামাজনের ওয়েবসাইটে আপনার ডিস্ট্রিবিউটারের ডিটেলস দেখতে পাবেন।

ভয়েস কম্যান্ডের মাধ্যমে গ্যাস বুকিং

অ্যামাজন অ্যাপ ছাড়াও গ্রাহকরা খুব সহজেই এইচপি গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। এর জন্য শুধু মুখে বললেই হবে। অ্যালেক্সা সার্ভিসযুক্ত ডিভাইস যেমন অ্যামাজন একো স্মার্ট স্পিকার, ফায়ার টিভি স্টিক অথবা অন্য কোন অ্যালেক্সাযুক্ত স্পিকারে শুধু বলতে হবে “Alexa book my HP gas cylinder”। অ্যালেক্সা, অ্যামাজন থেকে আপনার রেজিস্টার্ড এইচপি গ্যাস মোবাইল নাম্বার বা এলপিজি আইডি সংগ্রহ করে আপনার জন্য গ্যাস বুক করে দেবে। পেমেন্ট করার আগে আপনার কনফার্মেশনও চেয়ে নেবে।

ক্যাশব্যাকের সুবিধা

অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে Amazon Pay-এর মাধ্যমে গ্যাস বুকিং ও পেমেন্ট করলে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পরবর্তীকালে Amazon Pay-এর মাধ্যমে বুকিং করলে আবার আলাদা করে তথ্য দেওয়ার দরকার হবে না। অ্যামাজন আপনার তথ্য সেভ করে রেখে দেবে।