আসন্ন Vivo Y75 5G ফোনে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম সহ থাকবে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম

সম্প্রতি জানা গিয়েছে যে চীনা সংস্থা ভিভোর আসন্ন স্মার্টফোন Vivo Y75 5G জানুয়ারির শেষেই ভারতের বাজারে পা রাখবে। এই ফোনটি মিডিয়াটেকের প্রসেসর সহ গতবছর মার্চে লঞ্চ হওয়া Vivo Y74 5G – এর আপগ্রেডেড ভার্সন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। আর এখন একটি নতুন রিপোর্টেও এই তথ্যটিকেই সমর্থন করা হয়েছে। পাশাপাশি এই রিপোর্টে Vivo Y75 5G ফোনের মেমরি কনফিগারেশনও সামনে আনা হয়েছে।

আসন্ন Vivo Y75 5G স্মার্টফোনটি কি কি অফার করবে?

91Mobiles-এর একটি নতুন রিপোর্টে আসন্ন ভিভো ওয়াই৭৫ ফোনটির বিষয়ে নতুন তথ্যগুলি প্রকাশ করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম সহ আসবে, শুধু তাই নয় এরসাথে ফোনটি অফার করবে ৪ জিবি ভার্চুয়াল র‍্যামও। জানা গেছে এই ডিভাইসে থাকবে প্রিমিয়াম ডিজাইন এবং বলিউড অভিনেত্রী সারা আলি খান ভিভো ওয়াই৭৫ ফোনটিকে এনডোর্স করবেন বলেও শোনা যাচ্ছে।

এছাড়া, রিপোর্টে আরও বলা হয়েছে যে, ডিভাইসটি জানুয়ারি মাসের মধ্যেই লঞ্চ হবে এবং পূর্বসূরীর মত এই ফোনেও পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেকের চিপসেট।

প্রসঙ্গত, পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, V2142 মডেল নম্বর সহ Vivo Y75 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরটি থাকবে। এর ব্যাক প্যানেলে দেখা যাবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সিস্টেমে একটি ওয়াইড-এঙ্গেল লেন্স ও একটি আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। সম্প্রতি লঞ্চ করা Vivo V23 সিরিজের মতো, এই নতুন ভিভো ফোনটিও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y75 5G ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

উল্লেখ্য, Vivo Y75 5G ফোনের লঞ্চের দিন আগত, তাই আশা করা যায় খুব শীঘ্রই ভিভো সোশ্যাল মিডিয়ায় এই ফোনের প্রচারমূলক টিজার প্রকাশ্যে আনবে, যার থেকে আরও বিস্তারিতভাবে ফোনটির বিষয়ে জানা যাবে।